Tag: big-initiative-to-restore-the-road

উত্তরপ্রদেশে রাস্তার হাল ফেরাতে বড় উদ্যোগ আদিত্যনাথ যোগীর।

উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশে রাস্তার হাল ফেরাতে বড় উদ্যোগ আদিত্যনাথ যোগীর। দ্রুত রাস্তা মেরামতের উদ্যোগের পাশাপাশি এই আর্থিক বছরে রাজ্যের চল্লিশ হাজারের বেশি রাস্তাকে গর্তমুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সূত্রের খবর, এই রাস্তাগুলির মধ্যে ইতিমধ্যেই প্রায় ২০ হাজার রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। সূত্রের খবর, উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট-এর আওতাধীন ৮৫ হাজারের বেশি রাস্তাকে গর্তমুক্ত… ...