Tag: Bengali Stroy

স্পেস

নির্মলকুমার বন্দ্যোপাধ্যায় নকশাকাটা কাঁসার বগিথালা৷ এবাড়িতে ফি বছরে একদিনই বেরোয় সে থালা৷ নিপুণ হাতে কঠিন ধাতু কুঁদে সারা গায়ে আলপনা আঁকা৷ দু’দিকে দুটো ময়ূর৷ খাঁটি খাগড়াই কাঁসার থালার ওপরে নকশা এঁকেছিল তখনকার বিখ্যাত কারিগর ঝাওন মিস্ত্রি৷ কাশিমবাজারের রাজবংশের কোন উত্তরসূরির ফরমায়েশে৷ সে আজ প্রায় বছর চল্লিশ আগের কথা৷ আসলে মাধবীলতার বিয়েতে রাজবাড়ির সম্পর্কিত কারও নেমতন্ন… ...