• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

করােনায় আক্রান্ত জিনেদিন জিদান

শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এমন কথাই জানানাে হয়েছে। আপাতত রিয়েল মাদ্রিদের কোচ জিদানকে হােম আইসােলেশনে রাখা হয়েছে। করােনায় আক্রান্ত হওয়ার জন্য।

জিনেদিন জিদান (File Photo)

এবার করােনায় আক্রান্ত হলেন রিয়েল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান, শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এমন কথাই জানানাে হয়েছে। আপাতত রিয়েল মাদ্রিদের কোচ জিদানকে হােম আইসােলেশনে রাখা হয়েছে। করােনায় আক্রান্ত হওয়ার জন্য।

রিয়েল মাদ্রিদের কোচ দলের অনুশীলনে যােগ দিতে পারছেন না। শনিবার আলভেসের সঙ্গে খেলতে নামবে রিয়েল মাদ্রিদ। সেখানে দলের দায়িত্বে রয়েছেন সহকারী কোচ ডেভিড বেটান্নি। রিয়েল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবলে আপাতত দ্বিতীয়স্থানে রয়েছে।

Advertisement

অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথমস্থানে রয়েছে রিয়েলের থেকে সাত পয়েন্ট বেশি নিয়ে। পাশাপাশি বলে রাখা ভালাে, রিয়েল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান কিছুটা চাপের মধ্যেও রয়েছেন। সেখানে গত সপ্তাহে তৃতীয় ডিভিশন দলের কাছে। পরাজিত হওয়ায় আরোও চাপটা বেড়ে গিয়েছে রিয়েল মাদ্রিদের করােনায় আক্রান্ত কোচ জিদানের উপর।

Advertisement

Advertisement