চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে ভারত। পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলা হবে। মোটামুটি এই সিরিজ থেকেই একটা ছবি পাওয়া যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী দল হতে পারে। সব ঠিকঠাক চললে, ওয়ানডে-তে অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়ালের। দেশের হয়ে ১৮টি টেস্ট ও ২৩টি টি-টোয়েন্টি খেললেও, এখনও ওয়ানডে অভিষেক হয়নি যশস্বীর।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার দল নির্বাচন নিয়েও জল্পনা তুঙ্গে। আর সেখানে ঢুকে পড়তে পারেন যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়া সফরে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেতে চলেছেন তরুণ ব্যাটার। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সর্বোচ্চ রানস্কোরার যশস্বী। ৪৩.৪৪ গড়ে তিনি করেছেন ৩৯১ রান। একটি সেঞ্চুরি ছাড়াও আছে দুটি হাফসেঞ্চুরি। ওপেনিংয়ে ভরসা দিয়েছেন যশস্বী।
Advertisement
সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে বাঁহাতি ব্যাটারকেই। কোপ পড়তে পারে শুভমান গিল, কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের মধ্যে। রাহুল অজি সফরে নিয়মিত সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে আছেন শ্রেয়সও। বাদ পড়তে পারেন অফ ফর্মে থাকা গিল। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ওপেনিং জুটি পেতে পারে ভারত। ইংল্যান্ড সিরিজে যদিও বুমরাহ খেলবেন না। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সিরাজকে।
Advertisement
Advertisement



