• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

সানিয়া মির্জার পরবর্তী জীবনসঙ্গী কি উমেদ জয়সওয়াল!

এই উমেদ জয়সওয়ালের সঙ্গে তাঁর বিয়ের কথা চলছে। এখানে উল্লেখ করা পারে, সঙ্গীতশিল্পী উমেদ জয়সওয়ালের জীবনসঙ্গী সানা জাভেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।

ভারতীয় টেনিসে রানি বলতেই সানিয়া মির্জার নামটা সবার মুখে মুখে ঘুরত। সেই সানিয়া মির্জা পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় বেশ কিছুদিন। ইতিমধ্যেই হায়দরাবাদের কন্যা সানিয়াকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। তিনি নাকি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সানিয়া নাকি পাকিস্তানের এক সঙ্গীত শিল্পীকে পছন্দের তালিকায় রেখেছেন। ওই শিল্পীর নাম উমেদ জয়সওয়াল।

শোনা গিয়েছে, এই উমেদ জয়সওয়ালের সঙ্গে তাঁর বিয়ের কথা চলছে। এখানে উল্লেখ করা পারে, সঙ্গীতশিল্পী উমেদ জয়সওয়ালের জীবনসঙ্গী সানা জাভেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই সানিয়া মির্জাকে নিয়ে তাঁর সঙ্গে গুঞ্জন শুরু হয়েছে।