না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটের জাদুকর ওয়ার্ন   

থাইল্যান্ডে নিজের ভিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি অজি লেগ স্পিনার তথা বিশ্বের সর্বকালের অন্যতম ক্রিকেটারের অন্যতম শেন ওয়ার্ন।

Written by Arnab Biswas Kolkata | March 4, 2022 9:54 pm

থাইল্যান্ডে নিজের ভিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি অজি লেগ স্পিনার তথা বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম শেন ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

শনিবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায় ওয়ার্নের ম্যানেজমেন্ট। জানানো হয়েছে, তিনি তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন।

অচৈতন্য অবস্থায় নিজের ভিলাতে তাকে পাওয়া যায়। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

কাকতালীয়ভাবে আজ ৪ মার্চ সকালে প্রাক্তন অজি ক্রিকেটার রডনি মার্শ এবং তাঁর মৃত্যুতে সকালে সমবেদনা জানিয়ে শেন ওয়ার্ন টুইটারে শোক বার্তা জানান।

বিকেলে দুর্ভাগ্যবশত ঘটে গেল আরেকটি অঘটন তিনি নিজেও চলে গেলেন না ফেরার দেশে।

বিশ্বের তথা অস্ট্রেলিয়া সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম শেন ওয়ার্ন নিজে ক্রিকেটীয় জীবনে বহু নজির গড়েছেন যা আজও স্মরণীয় ক্রিকেটপ্রেমীদের মনে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

১৪৫টি টেস্ট খেলে অর্জন করেছেন ৭০৮ উইকেট। সাদা বলের ক্রিকেটে ১৯৪টি ম্যাচ খেলে ২৯৩ টি উইকেট দখল করেছিলেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার এবং বিশ্বের নানা ক্রিকেট টুর্ণামেন্টে অনেক নামী দলের মেন্টর হিসেবে দেখা গেছে শেন ওয়ার্নকে।

সম্প্রতি অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে। ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব তথা সকল ক্রিকেটপ্রেমীরা।