• facebook
  • twitter
Friday, 30 January, 2026

বর্ণবাদ বিতর্কে শেন ওয়ার্ন

বর্ণবাদ বিতর্কে জড়ালেন প্রাক্তন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এবার টেস্ট শুরু হতেই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বসলেন শেন ওয়ার্ন।

শেন ওয়ার্ন (Photo by William WEST / AFP)

বর্ণবাদ বিতর্কে জড়ালেন প্রাক্তন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এবার টেস্ট শুরু হতেই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বসলেন শেন ওয়ার্ন। অ্যাডিলেড টেস্টে ধারাভাষ্য নেওয়ার সময় চেতেশ্বর পুজারাকে ‘স্টিভ’ নামে ডেকে সমালােচনার মুখে ওয়ার্ন।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে যখন চেতেশ্বর পূজারা খেলতেন তখন তার নাম উচ্চারণে সমস্যা হত। অনেকে সেই কারণে তাকে ‘স্টিভ’ নামে নাকি ডাকা হত। এদিকে ইয়র্কশায়ারের প্রাক্তন কর্মী তাজ ব্যাট গুরুতর অভিযােগ এনে বলেছেন, সাদা চামরার নয় এমন সবাইকে ‘স্টিভ’ বলে ডাকা হত।

Advertisement

এবং পুজারার নাম উচ্চারণ করা যেত না বলে তাকেও ‘স্টিভ’ নামে ডাকা হত। এই পরিস্থিতে ওয়ার্নের ‘স্টিভ’ মন্তব্য ঘিরে তীব্র সমালােচনা ঝড়ের মধ্যে পড়েন শেন ওয়ার্ন।

Advertisement

Advertisement