• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সৌরভের হাতের উপরে বিরাটের হাত

দিল্লি— ক্রিকেট মাঠে একটা কথার চল আছে, যেখানে বিরাট কোহলি রয়েছেন, সেখানে যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেখা পাওয়া যায়, তাহলেই এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়ে যায়৷ এমন দৃশ্য অনবরত চোখে পড়েছে৷ যেমন সৌরভ যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, তখন বিরাট অধিনায়ক৷ আবার সেই সময়ই বিরাটের অধিনায়কত্ব থেকে সরে আসা এবং বাদ পড়া৷

দিল্লি— ক্রিকেট মাঠে একটা কথার চল আছে, যেখানে বিরাট কোহলি রয়েছেন, সেখানে যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেখা পাওয়া যায়, তাহলেই এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়ে যায়৷ এমন দৃশ্য অনবরত চোখে পড়েছে৷ যেমন সৌরভ যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, তখন বিরাট অধিনায়ক৷ আবার সেই সময়ই বিরাটের অধিনায়কত্ব থেকে সরে আসা এবং বাদ পড়া৷ সাংবাদিক বৈঠকে নাম না করে সৌরভকে একপ্রকার মিথ্যেবাদীও বলেছিলেন তিনি৷ গত আইপিএলেও সৌরভ এবং বিরাটের বিরোধ দেখা গিয়েছিল৷ এ বারে দেখা গেল অন্য ছবি৷

রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ সেই ম্যাচ শেষে দেখা গেল সৌরভ এবং বিরাটকে হাত মেলাতে৷ দুই দলের সদস্যেরা হাত মেলাচ্ছিলেন৷ বিরাট টুপি খুলে দিল্লি দলের সকলের সঙ্গে হাত মেলাতে মেলাতে এগোচ্ছিলেন৷ সৌরভকে দেখা যায় বিরাটের সঙ্গে হাত মেলানোর আগে টুপিটি খুলে নিতে৷ দু’জনকে হাত মিলিয়ে হাসিমুখে একে অপরকে কিছু বলতেও দেখা যায়৷

Advertisement

গত বছরের ছবিটি সম্পূর্ণ আলাদা ছিল৷ মাঠেই সৌরভকে রক্তচক্ষু দেখিয়েছিলেন বিরাট৷ খেলা শেষে আবার বিরাটের সঙ্গে হাত মেলাননি সৌরভ৷ গত বছর দিল্লি-বেঙ্গালুরু প্রথম ম্যাচে একটি ক্যাচ ধরে বিরাট দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুত ভাবে তাকান৷ সেখানে তখন বসে রয়েছেন দিল্লির ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ৷ সেই সময় সৌরভ পাল্টা কোনও অভিব্যক্তি না দিলেও ম্যাচ শেষে বোঝা যায় যে, তিনিও বিরাটের সঙ্গে কথা বলতে চান না৷ ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন৷ সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং৷ তিনি যখন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে বিরাটের পরে দাঁডি়য়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলান সৌরভ৷ তবে গত বছর দ্বিতীয় ম্যাচে যদিও বিরাট এবং সৌরভকে হাত মেলাতে দেখা গিয়েছিল৷ যাবতীয় বিভেদ, বিতর্ক ভুলে কোহলিকে কাছে টেনে নিয়েছিলেন অগ্রজ৷ দু’জনেই একে অপরের দিকে হাত বাড়িয়ে দিলেন৷ এবং করমর্দন করলেন৷ চলতি মরশুমে তাঁদের হাত মেলাতে দেখা গেল৷

Advertisement

Advertisement