বিরাটরা আবার হারলেন

Written by SNS April 4, 2024 12:48 pm

লখনউ– মেয়েদের কাছে হেরে গেলেন আরসিবি-র ছেলেরা৷ স্মৃতি মান্ধানারা চ্যাম্পিয়ন হয়ে ছেলেদের আইপিএলের আগে আশা জাগিয়েছিলেন, এবার বিরাট কোহলিরা কিছু একটা দেখাতে পারবেন৷ এটা দলের মধ্যে তো বটেই, এমন কি ফ্যানদের মধ্যেও ছডি়য়ে পডে়ছিল৷ কিন্ত্ত টুর্নামেন্ট শুরু হওয়ার পর কি দেখা গেল৷ আরসিবি কিছুতেই পেরে উঠছে না৷ একটি ম্যাচ জিতলেও এখনও পর্যন্ত বাকি ম্যাচগুলিতে হেরে বসে আছেন৷ তাই এখন আর তাঁদের হয়ে কেউ বাজি লাগাতে সাহস পাচ্ছেন না৷ সব বড় বড় ব্যাটসম্যানদের নাম দলের প্রথম একাদশে৷ কিন্ত্ত রান কোথায়! ফাফ, গ্রিন, ম্যাক্সওয়েল, না কেউ রান করতে পারছেন না৷ পরপর দুটি ম্যাচে ৭৭ ও ৮৩ রান করার পর এদিন ২২ রানে আউট হয়ে গেলেন বিরাট৷ তিনি ছাড়া রান পেয়েছেন পাতিধার (২৯) ও লোমরোর (৩৩)৷ দলের ছয়জন ব্যাটসম্যান দুঅঙ্কে ঢুকতে পারলেন না৷ তা হলে লখনউয়ের ১৮২ রানের লক্ষ্যে ছুটতে নেমে কী করে পৌঁছবেন৷ হলও না৷ আরসিবি ১৫৩ রানে অলআউট হয়ে ২৮ রানে ম্যাচ হেরে বসল৷ লখনউয়ের হয়ে শেষ দুটি ম্যাচে নজর কেডে়ছিলেন দিল্লির মিডিয়াম পেসার মায়াঙ্ক যাদব৷ চার ওভারে ১৪ রানে তিন উইকেট পেলেন৷ নভিন উল হক পেয়েছেন দুটি উইকেট৷ আর এতেই কাত বিরাটরা৷

তার আগে লখনউয়ের হয়ে ব্যাটে চমক দিলেন ডিকক৷ পাওয়ার প্লে-তে রাহুলের সঙ্গে জুটিতে তুললেন ৫৩ রান৷ রাহুল (২০) আউট হয়ে গেলেও ডিকক একটা ঝোড়ো ইনিংস খেললেন৷ ৫৪ বল খেলে করলেন ৮১ রান৷ তিনি ছাড়া দলের হয়ে বড় রান করলেন পুরান৷ ২১ বল খেলে অপরাজিত ৪০৷ এর মধ্যে পাঁচটি ওভার বাউন্ডারি আছে৷ একটি ওভার বাউন্ডারি স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ল৷ জানা গেল ১০৪ মিটার দুরত্বে গিয়ে বল পডে়ছে৷ স্টোইনিস ২৪ রান করেন৷ আর এতেই লখনউ ১৮১ রানে পৌঁছে যায়৷ কিন্ত্ত এই রান টপকাতে গেলে যা করার দরকার তা করতে পারলেন না বিরাটরা৷ অধিনায়ক ফাফ এবারের আইপিএলে রান করতে পারছেন না৷ রান পাচ্ছেন না ম্যাক্সওয়েলও৷ সাডে় সতেরো কোটি টাকায় আনা গ্রিনই বা কোথায় রান করলেন৷ এমন চললে আরসিবি কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর কারোর জানা নেই৷ লখনউয়ের হয়ে আগের ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন মাযাঙ্ক যাদব৷ এদিনও ১৪ রানে তিন উইকেট নিয়ে সেরার পুরস্কার পেলেন৷