অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে আসার পরে বিরাট কোহলি ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে বেশ কিছু সমালোচনার কথা শুনেছিলেন। তবে তিনি তাতে বিচলিত হননি। এমনকি বোর্ড কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। সেখানে নিজেদের ফর্ম আবার ফিরিয়ে আনতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কারণেই রোহিত শর্মা যেমন মুম্বই দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন বলে অনুশীলনে নেমে পড়েছেন। আবার দিল্লি দলের ৪১ জন সদস্যের নাম ঘোষণা করা হয় রঞ্জি ট্রফির জন্য। সেই দলে বিরাট কোহলির নাম আছে। কিন্তু হঠাৎই বিরাট কোহলির একটি সমস্যা তৈরি হয়েছে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে রাজকোটে দিল্লি শিবিরে যোগ দেওয়ার কথা ছিল কোহলির।
কিন্তু কোহলির ঘাড়ে ব্যথা হওয়ায় তিনি শিবিরে যোগ দিতে পারেননি। সেই কারণেই হয়তো বিরাট কোহলির পক্ষে রঞ্জি ট্রফি খেলা সম্ভব নাও হতে পারে। ব্যথা না কমা পর্যন্ত রঞ্জি খেলা তাঁর পক্ষে কঠিন। বর্ডার-গাভাসকার ট্রফিতে ব্যর্থতায় কড়া অবস্থা নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, তাঁদের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব দিতে বলা হয়েছে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের মতো ক্রিকেটারদের। বিরাট কোহলিকে প্রাথমিক দলে যখন রাখা হয়, তখন কিন্তু এ ব্যাপারে কোনও খবর ছিল না। তবে, গত বৃহস্পতিবার থেকে কোহলি সমস্যায় পড়ে যান ব্যথা নিয়ে। এই খবর দিল্লি শিবিরে পৌঁছনোর পরে শোরগোল শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ জানুয়ারি দিল্লি রঞ্জি ট্রফিতে খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে।
দিল্লির ক্রিকেট সংস্থার এক প্রথম সারির কর্মকর্তা বলেছেন, আমাদের কাছ খবর এসেছে, কোহলির ঘাড়ে ব্যথা। তাঁকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। সেই ব্যথা যতক্ষণ না কমছে, ততদিন তাঁর পক্ষে খেলা কেন, অনুশীলনে আাসাই সম্ভব হবে না। এখনও এ ব্যাপারে সরকারিভাবে কোনও খবর প্রকাশ্যে আসেনি। যতক্ষণ না পর্যন্ত দিল্লি দলের নির্বাচকরা এ ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট না দিতে পারছেন, ততদিন ধোঁয়াশাই থাকবে বিরাট কোহলিকে নিয়ে। দিল্লির কোচ শরণজিৎ সিং নির্বাচনী আলোচনায় অবশ্যই উপস্থিত থাকবেন।
শোনা গেছে, শুক্রবার রাতেই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। গুরুতর ব্যথায় সত্যিই যদি বিরাট কোহলি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে কোনওভাবেই তাঁর খেলা সম্ভব হবে না। সবই এখন পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। দিল্লির ক্রিকেটাররা আগামী ২০ জানুয়ারি রাজকোটে যাবেন। খেলার দু’দিন আগে তাঁরা ঠিকভাবে অনুশীলন করতে পারেন, তার জন্য সেখানে চলে যাবেন। খেলার জায়গায় থাকলে অবশ্যই বিরাট কোহলি অনুশীলনে যোগ দেবেন ঋষভ পন্থ ও যশ ঢুলদের সঙ্গে। ঋষভ পন্থরা আশা করছেন, বিরাট কোহলিকে দলে যদি পাওয়া যায়, তাহলে চেহারাটাই বদলে যাবে।