• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

বৈভবের ব্যাট নিরাশ করল ইডেনকে

কিন্তু বৈভব সবাইকে হতাশ করলো। বৈভবকে প্যাভেলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন আর এক বৈভব। বৈভব অরোরার বলে মাত্র ৪ রানে আউট।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সারা কলকাতা রবিবার রোদকে উপেক্ষা করে ছুটেছিল ইডেন উদ্যানে। আইপিএল ক্রিকেটে এবারে বড় পাওয়া বিস্ময় কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই বৈভবের দুরন্ত ব্যাটিং দেখতে ক্রিকেট ভক্তরা অপেক্ষায় ছিলেন। একটা ম্যাচে শতরান করার পরেই শিরোনামে বিহারের ছেলে বৈভব। সেই বৈভবকে সামনা সামনি দেখতে শুধু কলকাতা নয়— বিহার থেকে চলে এসেছে বেশ কিছু কিশোর ক্রিকেট প্রেমী। আসলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মরন-বাঁচন লড়াই থেকে বৈভবকে কাছে পাওয়াটা নিয়ে উন্মাদনা চরমে গিয়ে পৌঁছে যায়। সবাই চেয়েছিলেন বৈভবের ব্যাটে রান আসুক। কলকাতা জিতুক। শুধু ক্রিকেট অনুরাগী নন-তাবড় তাবড় ক্রিকেটাররা এমন আশা করেছিলেন। ক্রিকেটের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী সবার হৃদয় জয় করে নিয়েছে।

কিন্তু বৈভব সবাইকে হতাশ করলো। বৈভবকে প্যাভেলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন আর এক বৈভব। বৈভব অরোরার বলে মাত্র ৪ রানে আউট। খেললো দুটো বল। বৈভব আউট হওয়াতে ইডেন যেন নীরবতা পালন করল। সারা গ্যালারিতে বিষন্নতা, বৈভবকে দেখে যেভাবে ইডেনের দর্শকরা বরণ করে নিয়েছিলেন-তা নিজে দেখেও হতবাক। আবার আউট হয়ে যাওয়ার পরে ইডেনের হতাশার ছবিটা দেখে বৈভব মাথা নীচু করে এগিয়ে যেতে থাকে ঘাড় নাড়তে নাড়তে।

বৈভব অরোরা এই উইকেটটা পাওয়ার জন্যে যত না দক্ষতা, তার চেয়ে অনেক বড় কৃতিত্ব কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানের। বৈভব আরোরার বলটি পুল করতে গিয়ে বৈভব মিড উইকেটের ম্যাচ তুলে দেয়। প্রায় ১৫-১৭ গজ দৌড়ে শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে অজিঙ্কা রাহানে দুরন্ত ক্যাচ তালুবন্দি করলেন। অবিশ্বাস্য ক্যাচ দেখে ইডেন উল্লাসে ফেটে পড়ে। রাহানের খেলা নিয়ে সংশয় ছিল। সেই রাহানে আঙুলে চোট নিয়ে সে ফিল্ডিং করলেন তা ভাবা যায় না। রাহানের এই ক্যাচ শুধু ফ্রেমে ধরা থাকবে না। ক্রিকেটের রূপকথায় রাহানের এই ক্যাচ অম্লান
হয়ে থাকবে।

News Hub