অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবলে বাংলা এগিয়ে থেকেও ড্র প্রথম ম্যাচে

Written by SNS April 13, 2024 1:05 pm

নিজস্ব প্রতিনিধি– ছত্তিশগডে় স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ লিগের প্রথম ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথমার্ধে রাহুল নস্করের গোলে এগিয়ে যায় বাংলা৷ এই অর্ধে বাংলার প্রাধান্য ছিল বেশি৷ চারটি গোলের সুযোগ তৈরি করেছিল বাংলার ফুটবলাররা৷ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা৷ দ্বিতীয়ার্ধে খেলার গতির বিরুদ্ধে তামিলনাড়ু গোল করে সমতায় ফেরে৷ আর ব্যবধান বাড়াতে পারেনি কোনও দলই৷ প্রথম ম্যাচ ড্র হলেও দলের খেলায় খুশি কোচ বিজয় ঘোষ৷ তিনি জানান, আস্ট্রোটার্ফ এর মাঠে খেলা৷ আগের দিন বিকেলে পৌঁছে শুক্রবার সকালে ম্যাচ৷ মানিয়ে নেওয়ার সমস্যা ছিল৷ তা স্বত্তেও ছেলেরা ভালই খেলেছে৷ অনেকগুলো সুযোগ নষ্ট হয়েছে৷ তাঁর বক্তব্য, আগামী রবিবার পরের ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে৷ সেই ম্যাচ জিততেই হবে৷ কারণ গ্রুপ থেকে একটাই দল পরবর্তী পর্যায়ে পৌঁছবে৷ পাঞ্জাবের বিরুদ্ধে তাই অল আউট ঝাঁপাবে বাংলা৷ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার কোচ৷