• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টিকিটের দাম কমে গেল ইডেনে

২০০০ টাকার টিকিটের দাম কমে হচ্ছে ১২০০ টাকা। ৩৫০০ টাকার টিকিটের দাম কমে হচ্ছে ১৫০০ টাকা। ৫০০০ টাকার টিকিটের দাম হবে ১৮০০ টাকা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএল ক্রিকেটে কলকাতা ইডেন উদ্যানের টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। এই নিয়ে বিস্তর আলোচলনার মুখে পড়তে হয়েছে সিএবি-কে। সেই টিকিটের দাম এক ধাক্কায় বড় অঙ্কে কমে যাচ্ছে। তবে আগামী ৩ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে কলকাতা দলের খেলার টিকিটের দাম অপরিবর্তিত থাকছে। তবে নূন্যতম ৯০০ টাকার টিকিটের দাম কমছে না। অর্থাৎ সবচেয়ে কম দামের টিকিটের দাম ৯০০ টাকাই থাকছে। আগামী ৮ এপ্রিল লখনউ ম্যাচের থেকে ২০০০ টাকার টিকিটের দাম কমে হচ্ছে ১২০০ টাকা। ৩৫০০ টাকার টিকিটের দাম কমে হচ্ছে ১৫০০ টাকা। ৫০০০ টাকার টিকিটের দাম হবে ১৮০০ টাকা।

তবে ক্লাব হাউসের আপার টায়ারের টিকিটের দাম ৬০০০ টাকা আর লোয়ার টায়ারের টিকিটের দাম রাখা হয়েছে ১০০০০ টাকা। এছাড়াও আছে ১২, ১৫, ও ৩৫ হাজার টাকার টিকিট। গত বছর নূন্যতম টিকিটের দাম ছিল ৭৫০ টাকা। আসলে উদ্বোধনী ম্যাচে বলিউড তারকাদের সঙ্গে গায়িকা শ্রেয়া ঘোষালকে দেখবার জন্যে বেশি দামের টিকিট কিনে আনেকেই মাঠে এসেছেন। এমন কী ব্ল্যাকে চড়া দামের টিকিট কিনে অনেকে মাঠে প্রবেশ করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লখনঊ ম্যাচটি ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। তা নিরাপত্তার কারণে দুই দিন পিছিয়ে ৮ এপ্রিল করা হয়েছে। খেলা হবে দুপুর সাড়ে
তিনটে থেকে।

Advertisement

Advertisement

Advertisement