বিশাখাপত্তনমে সম্প্রতি অনুষ্ঠিত হল ৬৩ তম জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতা। রোলার স্কেটিং ফেডারেশন ওফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৩৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। আমাদের রাজ্যের প্রতিযোগীর সংখ্যা ছিল ৬৭ জন। বিধান শিশু উদ্যানে আয়োজিত ট্রায়ালের মাধ্যমে রাজ্যের যোগ্য প্রতিযোগী নির্বাচিত হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, বিশেষভাবে সক্ষম বিভাগে মহঃ ফারদিন হোসেইন দু’টি বিভাগে অংশগ্রহণ করে দুটিতেই স্বর্ণ পদক লাভ করে। এছাড়াও এই ক্যাটাগরির দু’টি বিভাগে অহন বিশ্বাস একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক লাভ লাভ করে। রোলার স্কেটিং এর মিক্সড রিলে বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করে সায়ম কুমার ঘোষ, চাহেক মালপানি, আরোহী সরকার, হিতাংশু যোশী।
Advertisement
শুক্রবার সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী এবং পদকপ্রাপকদের রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন ওফ বেঙ্গল(আরএসএবি)-এর তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডা. অরূপ কুমার দাস, আরএসএবি-এর সভাপতি গৌতম তালুকদার, সম্পাদক স্বেতা বাল্মিকী, কোষাধ্যক্ষ বিশাল জৈন। মনোজ্ঞ এই অনুষ্ঠানে সঙ্গীত এবং মিউজিক্যাল রোলার স্কেটিং নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।
Advertisement
Advertisement



