বিরাটদের রুখে দিতে একুশজনের দল ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার। এবং এই দলে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন পেস বোলার সিসান্দা মাগালা উইকেটকিপার রায়ান রিকেলটন। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। দলকে নেতৃত্ব দেবেন ডিন এলগার।
তবে দলে ডাকা হয়েছে পেস বোলার ডুয়েন অলিভারকে। তিনি শেষবার দু’বছর আগে জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন। পাশাপাশি কিসাগো রাবাডা এবং অ্যানরিচ নোর্তেজেকে দলে ডাকা হয়েছে।
Advertisement
ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলটি হল- ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), কিগাসো রাবাডা, সারেল এরুই, বুরেন হেনড্রিক্, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, অ্যাডেন মাকরাম, ওয়ান মুলডার, অ্যানরিচ নর্তেজে, কিগার পিটারসন, র্যাসি ভান ডার ডুসেন, কায়াল ভার্নি, মার্কো জেনসেন, গ্লেনটন স্টুরম্যান, প্রিনেনাল সুব্রিয়েন, সিসান্দা মাগালা, রায়ান রিকেলটন ও ডুয়েন অলিভার।
Advertisement
Advertisement



