জীবন পাল্টে গিয়েছে নীরজ চোপড়ার। অলিম্পিকের আসরে জ্যাভলিনে সােনা জয়ের পরই পুরাে জীবনটাই পাল্টে গিয়েছে সােনার ছেলের। এখন তার সব স্বপ্নই আস্তে আস্তে পূরণ হতে চলেছে।
তবে জ্যাভলিন থ্রোয়ার হিসাবে আগে তার দর ছিল। কিন্তু অলিম্পিকের আসরে সােনা জয়ের পর তার দর আরও বেড়ে গিয়েছে।
Advertisement
ইতিমধ্যেই তার প্রােফাইলের মূল্য পৌঁছে গিয়েছে ৪২৮ কোটি টাকায়। দেশের একমাত্র অ্যাথলিট হিসাবে সােনা জয়ের পরই তার এই সাফল্য। সাম্প্রতিক সময়ে তার নাম বিভিন্ন মাধ্যমে যার খোঁজা হয়েছে। সেটাও একটা বিশ্ব রেকর্ড।
Advertisement
Advertisement



