• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

পাকিস্তান অধিনায়ক নাসিমকে বুমরার আগে রাখছেন

টি২০-তে ডেথ ওভারের লড়াই করাচি– এমন লড়াই প্রথম নয়৷ তার উপর ভারত ও পাকিস্তানের মধ্যে হলে দু-দেশ যেন মরিয়া হয়ে ওঠে৷ আগেও হয়েছে৷ আবার হচ্ছে৷ টি২০ বিশ্বকাপের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম যেন মাইন্ড গেম খেলতে নেমে পড়লেন৷ বিরানব্বইয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের আসরে শচীন তেন্ডুলকরের সঙ্গে ইনজামাম উল হকের লড়াই লাগিয়ে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ইমরান

টি২০-তে ডেথ ওভারের লড়াই

করাচি– এমন লড়াই প্রথম নয়৷ তার উপর ভারত ও পাকিস্তানের মধ্যে হলে দু-দেশ যেন মরিয়া হয়ে ওঠে৷ আগেও হয়েছে৷ আবার হচ্ছে৷ টি২০ বিশ্বকাপের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম যেন মাইন্ড গেম খেলতে নেমে পড়লেন৷ বিরানব্বইয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের আসরে শচীন তেন্ডুলকরের সঙ্গে ইনজামাম উল হকের লড়াই লাগিয়ে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ইমরান খান৷ তিনি সেদিন বলেছিলেন, শচীনের থেকেও বড় ক্রিকেটার ইনজামাম৷ কথা শুনে ইনজামাম নিজে লজ্জায় পডে় গিয়েছিলেন কিনা জানা নেই৷ তবে পরে প্রমাণ হয়ে গিয়েছে যে কে সেরা৷ আবার সেই পথে হাঁটা শুরু করে দিয়েছে পাকিস্তান৷ এবার চরিত্র শুধু বদলে গিয়েছে৷ ইমরানের জায়গায় বাবর আজম৷ আর যাঁদের নিয়ে লড়াই তাঁরা হলেন জসপ্রীত বুমরা ও নাসিম শাহ৷

গতবছর ভারতের মাটিতে বিশ্বকাপের আসরে নাসিম শাহ দলে পাকিস্তানের পারফরম্যান্স কেমন হত তা নিয়ে বিতর্ক শুরু হতে পারে৷ তার আগে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের হয়ে ফাস্ট বোলার নাসিম শাহ কিন্ত্ত চমক দেখিয়েছিলেন৷ মনে হয়েছিল, মাস দুয়েক পর ভারতের মাটিতে বিশ্বকাপে তিনি সাড়া ফেলে দেবেন৷ কিন্ত্ত দুর্ভাগ্য পাকিস্তানের৷ দুর্ভাগ্য নাসিমের৷ চোটের কারনে তিনি জাতীয় দলে থেকে বাদ পডে় যান৷

সে মাস ছয়েকের আগের কথা৷ এখন নাসিম ফিট হয়ে উঠেছেন৷ বিশ্বকাপকে পাখির চোখ করে পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ খেলবে৷ সিরিজ শুরু ১৮ এপ্রিল৷ সেই সিরিজে নাসিমকে খেলতে দেখা যাবে৷ এখন তিনি জাতীয় দলের সঙ্গে আর্মি ট্রেনিং স্কুলে ফিটনেস ট্রেনিংয়ে রয়েছেন৷ তাই আশা করা যায় যে পুরো ফিট হয়ে তিনি এবারের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলতে নামবেন৷ তার আগে অবশ্য নিউজিল্যান্ড সিরিজে তাঁকে দেখে নেওয়া যাবে৷

সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে গিয়ে অদ্ভুত এক প্রশ্নের সামনে পডে়ন পাকিস্তান অধিনায়ক৷ তাঁকে প্রশ্ন করা হয়, ধরে নিন আপনার দল একটি মেগা টুর্নামেন্ট খেলছে৷ শেষ ওভারে জেতার জন্য প্রতিপক্ষের দরকার ১০ রান৷ আপানরা হাতে বুমরা ও নাসিম আছেন৷ আপনি কার হাতে বল তুলে দেবেন৷ বাবর আজম বলেন, এমন অবস্থা হলে আমি নাসিমকে আগে বেছে নেব৷ বুমরা এই ফরম্যাটে স্লগে ভাল বোলিং করে৷ এটা সবাই জানেন৷ কিন্ত্ত আমার মতে বুমরার থেকেও নাসিম এখন স্লগে অনেক ভাল বোলিং করে৷ তাই বুমরার দিকে না তাকিয়ে আমি নাসিমকে আগে বেছে নেব৷

বাবরের কথার অর্থ এটাই যে বুমরার থেকে তিনি পাকিস্তান পেসারের উপর বেশি ভরসা রাখছেন৷ এটা নতুন নয়৷ বুমরার উঠে আসার সময় শোয়েব আখতারও অনেক কথা শুনিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, বুমরার মতো বোলার আমাদের দেশের অলিতে-গলিতে আছে৷ তাই ওকে নিয়ে আমরা ভাবি না৷ কিন্ত্ত আইসিসি টুর্নামেন্টে অলি-গলিতে কোনও ক্রিকেটারকে খুঁজে পায়নি পাকিস্তান৷ আর পায়নি বলে বুমরার হাতেই তাদের বধ হতে হয়েছে৷ এটা আসলে মাইন্ড গেম ছাড়া আর কিছু নয়৷ মাঠের বাইরে এমন সব কথা বলে চাপে ফেলে দেওয়া আর কি৷ তেমনটাই এবার শুরু করে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷