• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারীভাবে দেশীয় খেলােয়াড়দের নাম ঘােষণা ইস্টবেঙ্গল দল

প্রথমবার আইএসএলে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল দল। তার আগে সরকারীভাবে দেশীয় খেলােয়াড়দের নাম ঘােষণা করল লাল-হলুদ শিবির।ছয়জন বিদেশি চুড়ান্ত।

ইস্টবেঙ্গল (Photo:Twitter/@ILeagueOfficial & IANS)

প্রথমবার আইএসএলে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। তার আগে সরকারীভাবে দেশীয় খেলােয়াড়দের নাম ঘােষণা করল লাল-হলুদ শিবির।

ছয়জন বিদেশি চুড়ান্ত। ক্লাবের তরফ থেকে তাদের নামও ঘােষণা করা হয়েছে। সপ্তম বিদেশি হিসেবে আইরিশ অ্যান্থনি স্টোক্সের খেলা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছে।

Advertisement

ইস্টবেঙ্গলে দেশের খেলােয়াড়রা যারা খেলবেন তারা হলেন-

Advertisement

গোলরক্ষকঃ দেবজিত মজুমদার, মিরশাদ মিচু, শঙ্কর রায় ও রফিক আলি সর্দার।

ডিফেন্ডারঃ গুরতেজ সিং, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, লালরাম চুলােভা, মুহম্মদ ইরশাদ, রােহেন সিং, অভিষেক আম্বেকর, রানা ঘরামি।

মিডফিল্ডারঃ শেহনাজ সিং, বিকাশ , জাইরু, ইয়ামনাম গোপী সিং, ইউজেনসন লিংডাে, আঙ্গৌসানা, মহম্মদ রফিক, লােকেন মিতেই ও সুরচন্দ্র সিং।

স্ট্রাইকারঃ জেজে ও বলবন্ত সিং।

Advertisement