কিম্বারলে- স্মৃতি মানধানার স্মরণীয় শর রান এবং বল হাতে পুনম যাদবের চার উইকেটের সুবাদে প্রোটিয়াসদের মাটিতে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা দল।
টসে জিতে ব্যাটিং করতে নেমে মানধনার ১৩৫ ও হরমনপ্রীত কৌর-ভেদা কৃষ্ণমূর্তির জোড়া অপরাজিত অর্ধশতক রানের ওপর ভর করে ভারত নির্দিষ্ট পঞ্চাশ ওভারে তিন উইকেট হারিয়ে ৩০২ রান তোলে।
Advertisement
বড় রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে প্রোটিয়াস ব্যাটসম্যানেরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না। তবে শুরুতেই প্রোটিয়াস ওপেনার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে সীমিত ওভারের মহিলা ক্রিকেটে প্রথম মহিলা বোলার হিসেবে বাংলার ঝুলন গোস্বামী দুশোটি উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস রচনা করলেন।
Advertisement
তবে, ঝুলন ম্যাচে একটি উইকেট সংগ্রহ করলেও শেষদিকে পুনম যাদবের চার উইকেটের সুবাদে প্রোটিয়াসদের ইনিংস থেমে যায় মাত্র ১২৪ রানে। এদিকে ভারতীয় ছেলেরা যেমন পর পর দুটি জয়ের ধারা বজায় রেখেছে, ঠিক তেমনই দেশের মহিলা ক্রিকেটাররাও সেই একই কাজ করে ফেললেন।
Advertisement



