• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সানির বক্তব্য

কুলদীপকে টি-টোয়েন্টি সিরিজে খেলানাে উচিত বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করছি, এমন কথাই বুধবার জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার।

সুনীল গাভাস্কার (ছবি: IANS)

‘অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরেছে ভারত। কিন্তু বুধবার ভারতীয় ক্রিকেটারদের কামব্যাক দেখে খুব ভালাে লাগল। দলের ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করে দেখিয়েছে। ব্যাটসম্যান সিরিজে ফর্মে থাকলেও বােলাররা সেভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারেননি।

কিন্তু শেষ ম্যাচে তারা তাদের যােগ্যতা দেখিয়েছে। বিশেষ করে প্রথমবার খেলতে নেমে নটরাজন অসাধারণ বােলিং করেছে। পাশাপাশি আমি দেখলাম কুলদীপ যাদব নিজের বােলিংয়ে অনেক পরিবর্তন এনেছেন সেখানে ওঁকে প্রথম থেকেই টি-টোয়েন্টি সিরিজে খেলানাে উচিত বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করছি, এমন কথাই বুধবার জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার।

Advertisement

Advertisement

Advertisement