• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গৌতম গম্ভীরের বক্তব্য

আগামী বছর যদি আমি ধোনিকে চেন্নাই দলের অধিনায়ক হিসেবে দেখি তাতে আমি খুব একটা অবাক হব না,এমন কথাই জানালেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর (File Photo: IANS)

‘এক বছর দল খারাপ পারফরম্যান্স করে দেখাতেই পারে তার জন্য সেই দলকে খারাপ কখনো বলা চলে না।

আর যে দল আইপিএলের ইতিহাসে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে দেখাচ্ছে সেখানে তারা যদি একটা বছর খারাপ পারফরম্যান্স করে সেখানে কারো কিছু বলার নেই। আর আমার বক্তব্য চেন্নাই সুপার কিংসকে নিয়ে।

Advertisement

এবছর চেন্নাই সে ভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারেনি। আর শুরু থেকেই নানান অসুবিধা রয়েছে চেন্নাই দলে।

Advertisement

যাই হোক আগামী বছর যদি আমি ধোনিকে চেন্নাই দলের অধিনায়ক হিসেবে দেখি তাতে আমি খুব একটা অবাক হব না। কারণ ধোনি এবং তার দলের মালিকের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে’, এমন কথাই জানালেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

Advertisement