শুভেন্দুকে বিধানসভায় বক্তব্য পেশে বাধা

আগের দু’বারও বিরোধী শিবিরের অনেক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও বিধানসভায় তাঁরা খাতায়কলমে আগের দলের সঙ্গেই ছিলেন।

Written by SNS Kolkata | March 17, 2022 6:51 pm

বুধবার রাজ্য বিধানসভায় অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র দফতরের বাজেটের উপর বক্তব্য রাখার সময় তাঁর দলের অর্থাৎ বিজেপির চার বিধায়ক তাঁকে বাধা দেয়।

বক্তব্য রাখতে বিঘ্ন সৃষ্টি করে। এই চার বিধায়ক হলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, কালীয়াগঞ্জের সোমেন রায়, বাগদার বিশ্বজিৎ দাস ও রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী।

এই চারজনই যদিও তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু অফিসিয়ালি তাঁরা বিজেপির বিধায়ক। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে দলবদল স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আগের দু’বারও বিরোধী শিবিরের অনেক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও বিধানসভায় তাঁরা খাতায়কলমে আগের দলের সঙ্গেই ছিলেন।

বার মুকুল রায় বিজেপির টিকিটে জেতার পর তৃণমূলে যোগ দেন। পরে যোগ দেন বাকিরা।

কিন্তু আগের দু’বার এমন ঘটনা ঘটেনি যে নিজের পুরনো দলের কারও ভাষণে দলবদলু বিধায়করা বাধা দিয়েছেন।