• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্রীড়ামন্ত্রীর শুভেচ্ছা

এই ফলাফলের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে।

ফাইল চিত্র

উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলার প্রতিযোগীরা দারুণ সাফল্য আনায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই প্রথম পদক তালিকায় অষ্টম স্থানে এল বাংলা। বাংলা ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে। বাংলার পিছনে রয়েছে পাঞ্জাব, দিল্লি, ওড়িশা, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল ও রাজস্থানের মতো রাজ্যগুলি।

বিগত ২০ বছরে জাতীয় গেমসে এটাই বাংলার সেরা সাফল্য। এই ফলাফলের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে। তাই ক্রীড়ামন্ত্রী পদকজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, আগামী দিনে বাংলা দেশের মুখ উজ্জ্বল করবে বলে বিশ্বাস।

Advertisement

 

Advertisement

Advertisement