• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিতকে সরিয়ে তরুণ শুভমান গিলের ওপর নেতৃত্বের ভার তুলে দেয় অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

অভিজ্ঞ ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি কি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর সবরকম ফরম্যাট থেকে অবসর নেবেন? এই বিষয়টি নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। অনেকেই মনে করছেন, এবারের অস্ট্রেলিয়া সফরেই হয়তো ভারতের জার্সিতে বিরাট-রোহিতের জন্য শেষ সিরিজ হতে চলেছে। আসলে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের টি-২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ভারতের এই দুই তারকা ক্রিকেটার।

পরবর্তীকালে প্রায় একসঙ্গে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান, বিরাট ও রোহিত। তবে, দেশের হয়ে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে, এরপরেই শুরু হয় চূড়ান্ত নাটক। বোর্ডের পক্ষ থেকে এই দুই ক্রিকেটারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতীয় দলে সুযোগ পেতে গেলে ফিটনেস টেস্ট দেওয়া বাধ্যতামূলক। সেইসময়, বেঙ্গালুরুর এনসিএ’তে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়ে আসেন রোহিত শর্মা। সেই পরীক্ষায় তিনি শুধু পাসই করেননি। একইসঙ্গে, নিজের প্রায় ২০ কিলো ওজন কমিয়ে ফেলেন তিনি। পরবর্তীকালে, ফের একবার বিতর্কের সূত্রপাত হয়, আসন্ন অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব কার্যত ‘কেড়ে’ নেওয়ার পর।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিতকে সরিয়ে তরুণ শুভমান গিলের ওপর নেতৃত্বের ভার তুলে দেয় অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তারপরেই বিতর্ক দানা বাঁধতে থাকে। তাহলে কি বিরাট-রোহিতকে ছেঁটে ফেলতেই বোর্ডের এই পরিকল্পনা? স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই আবহেই এবার মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। বিরাট-রোহিতের অবসর নিয়ে স্পষ্টভাবে কিছু না বললেও, তিনি জানান, বোর্ডের পক্ষ থেকে এই দুই ক্রিকেটারকে কখনওই অবসর নিতে বলা হয়নি। এদিন, শুক্লা বলেন, রোহিত ও বিরাট দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে এই দুই ক্রিকেটার ফেরায় ভারতীয় দলের যথেষ্ট উপকার হল বলেই মনে করেছেন তিনি। শুক্লা মনে করছেন, এই দুই ক্রিকেটার দলে ফিরে আসায় অস্ট্রেলিয়াকে সহজেই হারাতে পারবে ভারতীয় দল।

Advertisement

রোহিত, বিরাটের অবসর প্রসঙ্গে বিসিসিআই সহ সভাপতি বলেন, এখনই এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া একেবারেই উচিত নয়। আপাতত, বিরাট বা রোহিত কারোর সঙ্গেই বোর্ডের সেসব বিষয় নিয়ে কোনও কথা হয়নি বলেও জানান তিনি। একইসঙ্গে, শুক্লা বলেন কোনও ক্রিকেটার কবে অবসর নেবেন সেটা একান্তই তাঁদের নিজস্ব ব্যাপার। এভাবে বোর্ড কোনওদিনই কোনও ক্রিকেটারকে বলে দিতে পারে না যে এটাই তাঁদের শেষ সিরিজ। তবে, বোর্ড সাফাই দিলেও সমালোচনা থামানোর জন্য তা কোনওভাবেই যথেষ্ট নয়।

এদিকে, ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটারকে আগামী বিশ্বকাপে খেলতে দেখা যাবে কি না সে বিষয়ে এখনই স্পষ্টভাবে কিছু জানাতে চাননি দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও। তিনি বলেন, বিরাট ও রোহিত দু’জনেই ভারতীয় দলের সম্পদ। ওঁদের অভিজ্ঞতাকে আলাদাভাবে সম্মান জানাতেই হয়। তবে, পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আগে হাতে এখনও আড়াই বছর সময় রয়েছে। তাই এখন থেকে ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে মন দেওয়াই ভালো। পাশাপাশি, গম্ভীর বলেন রোহিত-কোহলি দু’জনেই ভালো খেলোয়াড়। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওদের অভিজ্ঞতা দলের কাজে আসবে।

ভারতীয় দল বুধবারই অস্ট্রেলিয়া সফরে উড়ে গিয়েছে। মুম্বই বিমানবন্দরে উড়ে যাওয়ার আগে লাউঞ্জে ভারতীয় দলের নতুন

Advertisement