দাবাকে জনপ্রিয় করতে বিশেষ পরিকল্পনা

Written by SNS April 4, 2024 12:43 pm

নিজস্ব প্রতিনিধি— সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে মিত্র চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দাবাকে ছড়িয়ে দেবার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ সংস্থার সভাপতি গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানান, বাংলার ছেলেমেয়েরা দাবা খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে থাকে৷ কিন্ত্ত সব খেলার মতোন দাবা অনেকটাই কলকাতা কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে৷ সেই কারণেই বিভিন্ন জেলায় প্রান্তিক অঞ্চলে এই খেলাকে ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য হবে৷

তবে ক্রীড়াসরঞ্জাম ও পরিকাঠামোয় আমরা পিছিয়ে থাকি৷ তাই আগামী দিনে পরিকল্পনা মাফিক কাজকর্ম করার জন্য এগিয়ে এসেছে মিত্র চ্যারিটেবল ট্রাস্ট৷ এটাও মনে রাখতে হবে এই খেলার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদের বুদ্ধিকে প্রকাশ করতে পারে৷ একজন প্রতিভাবান পড়ুয়ার কাছে দাবা খেলাটা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে৷ তাহলে তাদের বুদ্ধির বিকাশ ঘটবে এবং মানসিক দিক দিয়ে তাঁর অনেকটাই এগিয়ে থাকতে পারবে৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সঞ্জয় কুমার মিত্র৷ হাওড়া, কলকাতা ও হুগলি সব বেশ কয়েকটি জেলার প্রতিনিধিদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে৷