• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সৌমিত্র চ্যাটার্জির প্রয়াণে সৌরভ গাঙ্গুলি শােকাহত

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির প্রয়াণে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি শােকাহত। সেকাল টুইট করে লেখে আপনােদর অবদান বিশাল। আপনি চিরশান্তিতে ঘুমান।

সৌমিত্র চ্যাটার্জি ও সৌরভ গাঙ্গুলি (ছবি: IANS)

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির প্রয়াণে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি শােকাহত। সেকাল টুইট করে লেখে আপনােদর অবদান বিশাল। আপনি চিরশান্তিতে ঘুমান। সৌরভকে নিয়ে সৌমিত্র গর্ব অনুভব করতেন। বিশেষ স্নেহ করতেন।

তাঁর পছন্দের ক্রিকেটার ছিলেন গারফিল্ড সােবার্স। একবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজে ও ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন সােবার্সকে দেখতে। সেদিন গ্যালারিতে সেবার্সের হয়ে চিৎকার করেছিলেন। ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই সােবার্স ও সৌরভের কথা চলে আসতাে।

Advertisement

Advertisement

Advertisement