• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

দিল্লি ক্যাপিটালস দলের পরামর্শদাতা হিসাবে যোগ সৌরভ গাঙ্গুলির

দিল্লি ক্যাপিটালস দলের পরামর্শদাতা হিসাবে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি (ছবি- ফেসবুক)

নতুন ভূমিকায় মহারাজ। আসন্ন দ্বাদশ আই পি এল প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালস দলের পরামর্শদাতা হিসাবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেখা যাবে । বৃহস্পতিবার এমন কথাই জানানো হল দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে । দিল্লি দলের কোচ রিকি পন্টিং-এর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে  কাজ করবেন সৌরভ।  ব্যাপারে সৌরভ জানান, এভাবে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এদিকে দিল্লি দলের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন , বিশ্বক্রিকেটে সৌরভ অন্যতম ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী। ভারতীয় ক্রিকেট দলে ওঁনার অসামান্য অবদান রয়েছে। এখন যে ভারতীয় দল দাঁড়িয়েছে সেটা একমাত্র সৌরভ গাঙ্গুলির হাত ধরে গঠন হয়েছিল। সৌরভকে দলের সঙ্গে যুক্ত করতে পেরে আমাদের খুব ভাল লাগছে।  সৌরভের পরামর্শ, পথ প্রদর্শন ও পরামর্শে আমাদের দল উপকৃত হবে, এতে আমার কোনও সন্দেহ নেই।

এদিকে দিল্লি ডেয়ারডেভিলস দল গত এগারো বছর খেতাব জয় করতে পারেনি। আই পি এল ক্রিকেটে বার বারই পয়েন্ট টেবলে শেষের দিকে নিজেদের অবস্থান বজায় রাখত। গত বছর গৌতম গম্ভীর দিল্লি দলে কামব্যাক করার পরেও কাজের কাজ কিছু হয়নি। তবে, দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল গতবছ্র শ্রেয়স আইয়রের হাতে। এখন দেখার বিষয় সৌরভ , রিকি পন্টিং ও শ্রেয়সদের হাত ধরে নতুন করে নাম ব্দলে দিল্লি ক্যাপিটালস দল প্রথমবার আই পি এলের খেতাব নিজেদের হাতে তুলে নিতে পারে কিনা।  এই বছর দিল্লি ক্যাপিটালস ২৪মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়াসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে।