• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

সিন্ধুর জয়

কুয়ালালামপুর- এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে জাপানের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পরও প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারত। ‘ডব্লু’ গ্রুপে দ্বিতীয়স্থান থেকে শেষ আটে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারত। বৃহস্পতিবার একমাত্র সিন্ধুর হাত ধরে দিনের খেলায় মাত্র একটিতে জয় তুলে নিল ভারত। বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন তারকা জাপানের শাটলার অ্যাকানে ইয়ামাগুচিকে পরাজিত করে

ব্যাডমিন্টনে জয়েও হার

কুয়ালালামপুর- এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে জাপানের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পরও প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারত।

‘ডব্লু’ গ্রুপে দ্বিতীয়স্থান থেকে শেষ আটে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারত। বৃহস্পতিবার একমাত্র সিন্ধুর হাত ধরে দিনের খেলায় মাত্র একটিতে জয় তুলে নিল ভারত।

বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন তারকা জাপানের শাটলার অ্যাকানে ইয়ামাগুচিকে পরাজিত করে শেষ আটে খেলার ছাড়পত্র জোগাড় করে দিল ভারতকে। জাপান অন্যদিকে গ্রুপের শীর্ষে থেকে নক-আউট পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করল।

রিও অলিম্পিকে রূপোর পদক জয়ী পিভি সিন্ধু হারিয়ে দিলএন বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন তারকা ইয়ামাগুচিকে মাত্র ছত্রিশ মিনিটের লড়াইতে। তিনি জিতলেন ২১-১৯, ২১-১৫ পয়েন্টে। এই জয়ের ফলে বিশ্বের চার নম্বর টেনিস তারকা সিন্ধু ইয়ামাগুচির থেকে সবধরনের প্রতিযোগিতায় এগিয়ে থাকলেন ৫-৩ ব্যবধানে।

ডাবলস তারকা অশ্বিনী-পোনাপ্পা জুটিরা পরাজিত হলেন ১৪-২১, ১২-২১ পয়েন্টে বিশ্বের ষোলো নম্বর তারকা আয়া-ওহোরির কাছে তৃতীয় সিঙ্গলস খেলায়।