চলতি বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হওয়ার পর প্রাক্তন পাক পেসার শােয়েব আখতার একহাত নিলেন পাক অধিনায়ক সফররাজকে।
তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ‘এরকম পারফরমেন্স করে দেখাবে দলের ক্রিকেটাররা সেটা আমি কখনােই আশা করতে পারিনি। আমি বিশ্বকাপ শুরুর আগে আমাদের দলকে নিয়ে আত্মবিশ্বাস ছিলাম। কিন্তু প্রথম ম্যাচে যেভাবে পরাজিত হল তারপর পুরাে মনটাই ভেঙে গিয়েছে। যারা কয়েকদিন আগে ইংল্যান্ডের মাটিতে সাড়ে তিনশাের বেশি রান তুলছিল, তারাই বিশ্বকাপের আসরে নেমে মাত্র ১০৫ রানে ইনিংস শেষ করল তা সত্যিই হতবাক করার মতন।’
Advertisement
আখতার আরও বলেন ‘তবে, অধিনায়ক হিসাবে সফররাজ পুরােপুরি ফিট নন, দল ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। উইকেটের পিছনে দাঁড়িয়ে পাক অধিনায়ক পুরাে সাবলীল নন সেটা আমি বলে দিতে পারি। সােমবার ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে পাকিস্তান। তার আগে যদি না নিজেদের পরিকল্পনায় কোনও পরিবর্তন আনে তা হলে পাক দলকে আবারও হারের মুখে পড়তে হতে পারে। তাই এখন থেকে পুরােপুরি দলকে গুছিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি আগামিদিনে বড় বিপদের মুখে পড়ার আগে থেকে।’
Advertisement
Advertisement



