পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বদল হওয়ার একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। কোনও একজন ক্রিকেটারকে অধিনায়কের ব্যাটনটা তুলে দিয়ে বোর্ড কর্মকর্তারা প্রত্যক্ষ করতে থাকেন তাঁর উপরে ভরসা রাখা যাবে কিনা। শুধু তাই নয়, সেই ক্রিকেটার কতটা কর্তাভজন সেটাও দেখা হয়। বলতে পারা যায় মিউজিক্যাল চেয়ারে কোন ক্রিকেটার দৌড়ে জায়গা পাবেন, সেটাও দেখার বিষয়। তাই একের পর এক অধিনায়ক বদল করে বোর্ড কর্মকর্তারা নিজেদের পদকে ধরে রাখার একটা প্রয়াস নিয়ে থাকেন। সেই কারণেই দু-একটা সিরিজে পাকিস্তান দলের ফলাফল দেখেই অধিনায়ক বদল হয়ে যায়। গত ১২ মাসে পাকিস্তান দলে তিনবার অধিনায়ক বদল করা হয়েছে। একদিনের ক্রিকেটে এবারে অধিনায়ক বদল করলেন মহসিন নকভিরা। পাকিস্তান দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়া হল। সেই জায়গায় একদিনের ক্রিকেটে পাকিস্তান দলের নতুন অধিনায়ক হলেন শাহিন আফ্রিদি। এখানে উল্লেখ করা যেতে পারে, এই শাহিনকেই একটি মাত্র সিরিজ দেখার পরেই টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই শাহিনকেই আবার ডেকে আনা হল অধিনায়ক পদে। আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডে একটা কথা চালু হয়ে গিয়েছে, নাকভি কাউকেই বেশিদিন অধিনায়ক পদে রাখতে চান না।
বাবর আজ়ম নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর গত অক্টোবর মাসে অধিনায়ক করা হয়েছিল রিজ়ওয়ানকে। বছর ঘুরতে না ঘুরতেই তাঁকে সরিয়ে দায়িত্বে আনা হল শাহিনকে। গত সোমবার পিসিবি কর্তারা ইসলামাবাদে বৈঠকে এক দিনের দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন শাহিন।
Advertisement
ঠিক কী কারণে রিজ়ওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ এক দিনের দলের অধিনায়ক হিসাবে শুরুটা সাফল্যের সঙ্গে করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। গত নভেম্বরে অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই অস্ট্রেলিয়ার মাটিতে জয় ২-১ ব্যবধানে জয় পেয়েছিলেন রিজওয়ান। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সিরিজ জিতেছিল পাকিস্তান। তার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল রিজওয়ানের দল। জ়িম্বাবোয়েকে ২-১ ব্যবধানে হারায় পাকিস্তান। তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় নেন রিজওয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও রিজ়ওয়ানের দলকে ১-২ ব্যবধানে হারতে হয়। গত ৩৪ বছরে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক দিনের সিরিজ হারের পরই অধিনায়কের উপর আস্থা হারান পিসিবি কর্তারা।
Advertisement
টানা ব্যর্থতার জন্য রিজওয়ানকে সরানো হলেও শাহিনকে অধিনায়ক করার যুক্তি খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। নিউজ়িল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-৪ ব্যবধান হেরেছিল শাহিনের দল। সেই সফরে তাঁর নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা এমন জায়গায় পৌঁছেছিল তা নতুন করে বলার প্রয়োজন হয় না। স্বভাবতই তাঁকে আবার দায়িত্ব দেওয়া নিয়ে কেউই কোনওরকম কারণ খুঁজে পাচ্ছেন না। প্রসঙ্গত বলতে পারা যায়, চলতি বছরে যেভাবে একের পর এক পাকিস্তান দলের অধিনায়ক বদল করা হচ্ছে, সেখানে খেলোয়াড়দের আত্মবিশ্বাস কীভাবে দৃঢ় হবে, তা প্রশ্ন উঠতেই পারে।
Advertisement



