• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিরাপত্তা বাড়ানাে হল ধােনির ফার্ম হাউসে

মরুশহরে আইপিএলের আসরে ধােনি ব্যাট হাতে সেভাবে সাফল্য পাচ্ছেন না। এবং তার দল একের পর এক ম্যাচে হার স্বীকার করছে। সেখানে ধােনির পাঁচ বছরের মেয়ের কি অপরাধ?

মহেন্দ্র সিং ধোনি (File Photo: IANS)

বাবার অপরাধ..শাস্তি পেতে হবে তার পাঁচ বছরের মেয়েকে! সত্যি কোথায় যাচ্ছে আমাদের দেশে মানুষদের মানসিকতা। তাদের মানসিকতাটা যে এতটাই নীচে নেমে গিয়েছে সেটা ভাবতেই অবাক লাগছে।

মরুশহরে আইপিএলের আসরে ধােনি ব্যাট হাতে সেভাবে সাফল্য পাচ্ছেন না। এবং তার দল একের পর এক ম্যাচে হার স্বীকার করছে। সেখানে ধােনির পাঁচ বছরের মেয়ের কি অপরাধ? ধােনি খেলতে না পারায় তার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হল।

Advertisement

তবে, এই খবরটি শােনার পর নড়েচড়ে বসেছেন এখানকার পুলিশ কর্তারা। রাঁচিতে ধােনির ফার্ম হাউসেই রয়েছেন ধােনির স্ত্রী সাক্ষী ও তার মেয়ে জিভা। তাদের নিরাপত্তা বাড়িয়ে দিল রাঁচি পুলিশ। সিমালিয়ায় ধােনির ফার্ম হাউসে পুলিশের টহল বাড়ানাের পাশাপাশি মােতায়েন করা হয়েছে সাদা পােশাকের পুলিশও।

Advertisement

Advertisement