• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভলিবল মাঠে অচেনা মানুষের অভব্য আচরণ

বর্তমান প্রশাসনের বিরোধী গোষ্ঠীর সদস্যরা সচিব পল্টু রায়চৌধুরির বিরেুদ্ধে জেহাদ ঘোষণার পরেই এই ধরনের ঘটনা ঘটলো ভলিবল মাঠে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা ময়দানে বিভিন্ন খেলাকে ঘিরে সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা ও গণ্ডোগোল দেখতে পাওয়া গেছে। কিন্তু কখনওই কর্মকর্তার মদতে প্রাক্তন খেলোয়াড়দের বিরুদ্ধে অভব্য আচরণ ও কটূক্তি শোনা যায়নি। এমনই ঘটনা ঘটল রাজ্য ভলিবল সংস্থার মাঠে গত মঙ্গলবার সন্ধ্যায়। বেশ কয়েকজন অচেনা মানুষকে দেখতে পাওয়া গেল ভলিবল সংস্থার মাঠে। তখন মাঠে খেলা চলছিল সেই সময় তাঁরা অপেক্ষামান প্রাক্তন খেলোয়াড়দের ঘিরে নানারকম কটূক্তি করে জিজ্ঞাসা করতে থাকেন কারা বর্তমান সচিবের নামে মিথ্যাচার করছে? সচিবকে অপমান করার কে সাহস দিয়েছে। শুধু কটূক্তি নয় প্রাক্তন খেলোয়াড়দের দিকে উদ্যত হয়ে হুমকি দিতে থাকে। সেই সময় প্রাক্তন ভলিবল খেলোয়াড় প্রসেনজিৎ দত্ত, মহামায়া সমাদ্দার, গোবিন্দ ভট্টাচার্য ও সৌমেন ব্যানার্জি সহ আরও অনেকে তাঁদের রোষে পড়েন। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন সচিব পল্টু রায়চৌধুরি।

বর্তমান প্রশাসনের বিরোধী গোষ্ঠীর সদস্যরা সচিব পল্টু রায়চৌধুরির বিরেুদ্ধে জেহাদ ঘোষণার পরেই এই ধরনের ঘটনা ঘটলো ভলিবল মাঠে। বুধবার প্রাক্তন খেলোয়াড়রা একত্রিত হয়ে সাংবাদিকদের কাছে সচিবের বিরুদ্ধে নানারকম অভিযোগের কথা তুলে ধরেন। কীভাবে সচিব অন্যায়ভাবে এই ভলিবল সংস্থায় একনায়কত্ব করছেন বলে শেষ করা যাবে না। এমনকি আর্থিক কেলেঙ্কারির কথাও তারা সচিবের বিরুদ্ধে তুলে ধরেছেন। এদিন যখন প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গে সাংবাদিকরা কথা বলছিলেন তখন দেখা গেল প্রবেশ করেই সচিব পল্টু রায়চৌধুরি তাড়াতাড়ি মাঠ ছেড়ে চলে যান।

Advertisement

Advertisement

Advertisement