• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভলিবলে শেষ চারে কলকাতা

এদিনের খেলায় কলকাতার রিতু সাহা ও পৌলমি কর্মকার দারুন খেলেছেন

ফাইল চিত্র

চেন্নাইতে চলছে সারা ভারত সিভিল সার্ভিসেস ভলিবল প্রতিযোগিতা। রবিবার কোয়ার্টার ফাইনালে আরএসবি কলকাতার মেয়েরা আক্রমণাত্মক খেলা খেলে প্রতিপক্ষ মহারাষ্ট্র দলকে কোণঠাসা করে রাখেন। প্রথম গেমে ২৫-৭ পয়েন্টে কলকাতা জিতে নেয়।

দ্বিতীয় গেমে মহারাষ্ট্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কলকাতার মেয়েদের আগ্রাসী ভূমিকার কাছে হেরে যায় ২৫-১০ পয়েন্টে। এই জয়ের ফলে কলকাতা দল শেষ চারে খেলবার ছাড়পত্র পেয়ে যায়। কোচ প্রসেনজিৎ দত্ত জানান, এদিনের খেলায় কলকাতার রিতু সাহা ও পৌলমি কর্মকার দারুন খেলেছেন।

Advertisement

Advertisement

Advertisement