ওইরাস, পর্তুগাল, ১৯ মার্চ – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার পর্তুগালের জাতীয় দলে তার সতীর্থদের সঙ্গে যোগ দিলেন। জাতীয় দল থেকে নয় মাস অনুপস্থিত থাকার পর রোনাল্ডোর ফিরে আসার কারণ এই সপ্তাহে ইউরো ২০২০ ফুটবলে কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে অংশ নেওয়া পর্তুগালের কোচ ফারনান্ডো স্যান্টোজ দেশের মাটিতে ইউক্রেন এবং সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দুটিতে রোনাল্ডোকে পর্তুগাল দলে নিয়েছেন। ২০১৮ বিশ্বকাপ ফুটবলের পর রোনাল্ডো আর পর্তুগালের জাতীয় দলে খেলেননি। পর্তুগালের শেষ ছয়টি ম্যাচে রোনাল্ডো অনুপস্থিত ছিলেন। বর্তমানে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল উয়াফার নেশনস লিগ ফুটবলের ফাইনালে খেলবে জুন মাসে। ইউক্রেনের সঙ্গে পর্তুগালের খেলা আগামী শুক্রবার লিসবনে এবং সার্বিয়ার সঙ্গে ২৫ মার্চ।
Advertisement
Advertisement



