• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রত্যাশা সফল হল না : রোনাল্ডো

ইউরাে কাপে দারুণ ফর্মে ছিলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানাে রোনাল্ডো।গতবারে চ্যাম্পিয়ন দল শেষ আটে পৌছাতে না পারায় পর্তুগাল শিবিরে হতাশা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (File Pholto: Xinhua/Ye Pingfan/IANS)

ইউরাে কাপে প্রথম খেলা থেকে দারুণ ফর্মে ছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানাে রোনাল্ডো। গতবারে চ্যাম্পিয়ন দল শেষ আটে পৌছাতে না পারা পর্তুগাল শিবিরে হতাশা ছাড়া কিছুই রইলাে না। বেলজিয়ামের কাছে অপ্রত্যাশিত ভাবে ০-১ গােলে পর্তুগালের হারটা সেই ভাবে কেউই মেনে নিতে পারেননি।

হেরে যাওয়ার পরে পর্তুগালের অধিনায়ক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, দল যেভাবে লড়াই করেছে তা প্রশংসা করতেই হবে। আমরা যে ফলাফল আশা করছিলাম তা করতে পারলাম না। প্রত্যাশা ছাড়ই এতাে তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবাে তা ভাবা যায়নি।

Advertisement

ইউরাে কাপ জেতার জন্য আমরা চেষ্টা করেছি। তবে আমরা প্রমাণ করেছি আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল একটা নাম। সব স্বপ্ন পূরণ হয় না। শেষ ষােল ম্যাচে ছিটকে যাওয়াটা অনেকটা ভাগ্য।

Advertisement

তবে জয়ী দল বেলজিয়াম অনেক উন্নত মানের ফুটবল খেলেছে। অভিনন্দন জানাই বেলজিয়ামকে তবে আগামী দিনে পর্তুগাল দলকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।

Advertisement