• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চল্লিশেও রোনাল্ডো দুরন্ত গোল করে চলেছেন

অ্যাস্টন ভিলা থেকে আল নাসেরে এসেছেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কে বলবে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন তরুণ ফুটবলারের মতো সারা মাঠজুড়ে খেলে চলেছেন। শুধু খেলা নয়, গোল করছেন এবং গোল করাচ্ছেন। ৪০ বছর বয়স পেরিয়ে গেলেও রোনাল্ডোকে কেউ স্পর্শ করতে পারছেন না তাঁকে টপকে ভালো খেলার জন্য।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছেন রোনাল্ডো। চলতি মাসের ৫ তারিখ তাঁর জন্মদিন পালন করা হল। তার পরে আবার গোল করলেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল ফায়হার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল পেলেন রোনাল্ডো। তাঁর দল আল নাসের ৩-০ গোলে জয় পেল প্রতিপক্ষ আল ফায়হার বিরুদ্ধে। এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল আল নাসের দল। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন জন ডুরান। আল নাসেরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন তিনি। খেলার শেষে রোনাল্ডো, ‘চল্লিশের পরে প্রথম গোল এবং প্রথম জয়।’

Advertisement

জন ডুরানকে প্রথম গোলের জন্য ২২ মিনিট অপেক্ষা করতে হল। অ্যাস্টন ভিলা থেকে আল নাসেরে এসেছেন তিনি। প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন ডুরান।

Advertisement

তাঁর গোলের মিনিট দুয়েকের মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে আল ফায়হার দলের পরাজয়কে নিশ্চিত করে দেন।

Advertisement