• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ আল নাসের দলের বিরুদ্ধে খেলতে নামছে এফসি গোয়া

ফুটবল ভক্তদের রোনাল্ডো দর্শন হচ্ছে না

প্রতিনিধিত্বমূলক চিত্র

বেশ কিছুদিন আগে থেকেই সারা গোয়া জুড়ে বড় বড় ফেস্টুনে দেখা গিয়েছিল বিশ্বকাপের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসছেন। আসলে একটা সময়ে এই গোয়ায় পর্তুগীজদের বাসস্থান ছিল। তাই গোয়ার ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন রোনাল্ডো দর্শনে নতুন করে ফুটবলের ছবিটা স্পষ্ট হয়ে যাবে। এএফসি লিগ টু-এর ম্যাচ খেলতে ইতিমধ্যেই সৌদি আরবের ক্লাব আল নাসের পৌঁছে গিয়েছে। প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে রোনাল্ডোর এই ক্লাব খেলতে নামবে। কিন্তু রোনাল্ডো যখন আসবেন না, জানার পরে অনেকেই হতাশ হয়ে গিয়েছেন।

অবশ্য বিশ্বকাপ ফুটবলের আগে রোনাল্ডো জানিয়েছিলেন বিদেশে অন্য কোনও মাঠে তিনি খেলতে রাজি নন। তবুও আল নাসের দলের কর্মকর্তারা অনেক চেষ্টা করেছিলেন ভারতে রোনাল্ডোকে নিয়ে আসতে। কিন্তু তিনি সেই কর্মকর্তাদের কথাকে জায়গা দেননি। তিনি নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। রোনাল্ডো না থাকলেও আল নাসের দলের সেরা ফুটবলাররা খেলতে এসেছেন বলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। বুধবারই দলটি মাঠে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। গোয়া দলের এটি হোম ম্যাচ।

Advertisement

জানা গেছে, পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গোয়া দলের তরফ থেকে অনুরোধ পাঠানো হয়েছিল। সেই অনুরোধও তিনি প্রত্যাখ্যান করেন।

Advertisement

এখনও পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসের দু’টি ম্যাচ খেলেছে। রোনাল্ডো খেলতে আসবেন, এই ভাবনা থেকে ম্যাচের সব টিকিট বিক্রিও হয়ে যায়। আসলে রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের যে চুক্তি আছে, তাতে পরিষ্কার লেখা রয়েছে, সৌদি আরবের বাইরে ম্যাচে হলে কোন ম্যাচে রোনাল্ডো খেলবেন বা কোন ম্যাচে খেলবেন না, তা ঠিক করবেন স্বয়ং সিআর সেভেন। রোনাল্ডো এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে। সেভাবেই নিজেকে প্রস্তুতও করছেন পর্তুগিজ মহাতারকা।

প্রসঙ্গত, ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গোয়ায় আসার কথা ছিল রোনাল্ডোর ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিকের। গত সপ্তাহেই গোয়ায় পৌঁছয় রোনাল্ডোর টিম। কিন্তু শেষ পর্যন্ত ভারতে খেলতে এলেন না পর্তুগিজ মহাতারকা। তবে রোনাল্ডো না এলেও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবেন সাদিও মানে।

ভারতে নেমেই ভক্তদের দেদার অটোগ্রাফ দিয়েছেন তিনি। ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবুও গোয়ার ফুটবল ভক্তরা আল নাসের দলের খেলা দেখার পাশাপাশি নিজেদের দলকে সমর্থন জানানোর জন্য তৈরি থাকবেন।

Advertisement