মুম্বই— হাতে মাত্র আর কয়েকটা দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। ভারত অবশ্য পাকিস্তানে খেলবে না। ভারতের সব খেলা হবে দুবাইয়ের মাঠে। ভারত প্রথম মাঠে নামবে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে সিরিজ জেতার পরে ভারতীয় দল বেশ আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে শনিবার দুবাইয়ের উদ্দেশে উড়ে গেল রোহিত শর্মা ব্রিগেড। ভারতীয় দলে ১৫ জন ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা রয়েছেন।
প্রধান কোচ গৌতম গম্ভীর মুম্বইতে বিমানবন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, আর্শদীপ সিংকে। তবে সবার শেষে বিমানবন্দরে আসেন অধিনায়ক রোহিত শর্মা। তবে দলের সঙ্গে রয়েছেন গম্ভীরের সহকারী অভিষেক নায়ার, টি দিলীপ, রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেল ও সীতাংশু কোটাকও। ক্রিকেকাটরা প্রত্যেককে ফুরফুরে মেজাজে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যান। বিমানবন্দরে তাঁদের ছবি তোলার জন্য অন্য যাত্রীদের ভিড় দেখতে পাওয়া যায়। অনেকের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দ্বিধা প্রকাশ করেননি ক্রিকেটাররা। এমনকি দেখা গেল বিরাট কোহলি ও রোহিত শর্মার অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। বোঝাই যাচ্ছে, ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী রয়েছেন ক্রিকেটাররা। তবে আত্মবিশ্বাসী ভারতীয় দলে নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরা না থাকায় অবশ্যই চাপে থাকবেন সতীর্থরা। এখানে উল্লেখ করা যেতে পারে, গতবছর আইসিসি পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। অধিনায়ক রোহিত শর্মার কাছে চ্যালেঞ্জ থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ম্যাচ খেলে ভারতীয় দলকে খেতাব তুলে দেওয়া। ইতিমধ্যেই বিরাট কোহলি ও রোহিত শর্মা রানে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে রোহিত শর্মা যেমন শতরান করেছেন, তেমনই আবার বিরাট কোহলিও অর্ধ শতরান করে দলের কাছে নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।