• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রোহিত এবার মুখ খুললেন

অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজ নিয়ে রোহিত বলছেন, 'আমি ভারতীয় দলকে ভালবাসি। দলের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি।'

প্রতিনিধিত্বমূলক চিত্র

অস্ট্রেলিয়া সফরে একদিনের ক্রিকেট সিরিজে রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। এরপর রোহিতকে কেন দলের নেতৃত্ব দেওয়া হল না কেন? তা নিয়ে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ব্যক্তিত্বরা নানা কথা বললেও নিজে তা নিয়ে মুখ খোলেননি হিটম্যান। অবশেষে রোহিত শর্মা প্রথমবার মুখ খুললেন নিজে।

অধিনায়কত্ব হারানো ও আসন্ন অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজ নিয়ে রোহিত বলছেন, ‘আমি ভারতীয় দলকে ভালবাসি। দলের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি।’ একদিনের ফরম্যাটে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম রোহিত। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ফরম্যাটে ২৭৩ ম্যাচে ২৬৩ ইনিংস খেলে ১১,১৬৮ রান ঝুলিতে পুরে নিয়েছেন হিটম্যান। ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি অর্ধশতরান করেছেন হিটম্যান।

Advertisement

একদিনের ফরম্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। ৩০ ম্যাচে খেলে এখনও পর্যন্ত ১৩২৮ রান করেছেন। রোহিতের গড় ৫৩ রান।

Advertisement

Advertisement