• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

সিরিজ জয়ের আনন্দ, ট্রফি আনতেই ভুলে গিয়েছিলেন রোহিত-কোহলিরা

আহমদাবাদে ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে দেয় ভারত

ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট দল দেশের মাটিতে ইংল্যান্ড দলকে যেভাবে নাস্তানাবুদ করে ছেড়ে দিল, তা নিয়ে সবাই উল্লসিত। প্রথমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দল ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নেয়। আর তার পরেই একদিনের ক্রিকেটে রোহিত শর্মারা ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিয়ে সিরিজ নিজেদের দখলে রেখে দিলেন। জয়ের উল্লাসে ও আনন্দে ভারতীয় দলের এমন ঘটনা ঘটে গেল, যা অভাবনীয়। রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা ট্রফিটা নিতেই ভুলে গেলেন। ট্রফি মাটিতে রেখে ভারতীয় দলের খেলোয়াড়রা ছবি তুলে যে যার মতো ড্রেসিং রুমে চলে গেলেন। কারওর ভ্রূক্ষেপই নেই যে ট্রফি আনা হয়নি। রোহিত ও কোহলিরা কিছুটা এগিয়ে যাওয়ার পর মনে পড়ল ট্রফিটা কোথায়? এদিক ওদিক চাওয়ার পরে দেখলেন ট্রফিটা তো নেই। আর তখনই ট্রফি আনতে ছুটলেন লোকেশ রাহুল।

আহমদাবাদে ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে দেয় ভারত। নাগপুর, কটকেও জিতেছিল রোহিতের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ় জয় রোহিতদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। কিন্তু সেই সিরিজ় জয়ের ট্রফিটাই নিতে ভুলে যাচ্ছিলেন তাঁরা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আসলে দীর্ঘদিন বাদে রোহিত শর্ম ব্যাটে রান পেয়েছেন। শুধু রান পেয়েছেন, তাই নয়, শতরান উপহার দিয়েছেন। সেই অস্ট্রেলিয়া সফর থেকে শুরু হয়েছিল রোহিতের ব্যাটিং ব্যর্থতা। কিছুতেই তাঁর ব্যাট থেকে ভালো অঙ্কের রান আসছিল না। কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। শুধু রোহিত নন, ভারতের পয়লা নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলিরও একই অবস্থা। মাঝে অস্ট্রেলিয়া সফরে একটা শতরান ছিল।

Advertisement

কিন্তু ধারাবাহিকভাবে তাঁর ব্যাট কিছুতেই রানের কথা বলছিল না। অবশ্য একদিনের ক্রিকেটে তৃতীয় ম্যাচে বিরাট রানে ফিরেছেন এবং স্কোরবোর্ডে অর্ধশতরান যোগও করেছেন। হয়তো তাই রোহিত ও বিরাট কোহলি নিজেদের জায়গা ফিরে পাওয়ার আনন্দে ট্রফি আনার কথা ভুলেই গিয়েছিলেন। আসলে রান পাওয়ার পরে আলাদা একটা অনুভূতি তৈরি হয় এই দুই ক্রিকেটারের মধ্যে।রোহিত শর্মার ভুলো মনের কথার অনেক কাহিনি আছে। কখনও তিনি নিজের ব্যাগ ফেলে এসেছেন, আবার কখনও ব্যাগ নিয়েছেন তো ব্যাট আনেননি। এমনকি কখনও মানি ব্যাগ ফেলে দিয়েও চলে এসেছেন গাড়িতে। আবার কখনও শোনা গিয়েছে পাসপোর্ট ফেলে চলে এসেছেন। হয়তো সেই ভুলো মনে মাঠে ট্রফিটাই রেখে এসেছিলেন অধিনায়ক।

Advertisement

Advertisement