শাস্তির মুখে পড়তে পারেন ঋষভ পন্থ

Written by SNS April 5, 2024 12:32 pm

বিশাখাপত্তনম— আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থ মাঠে নামতেই অনেকেই আশা করেছিলেন দলের অবস্থান অনেকটাই বদলে যাবে৷ শুধু তাই নয়, গাড়ি দুর্ঘটনার ১৫ মাস বাদে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ৷ পরপর দু’টি ম্যাচে অর্ধ শতরান করেছেন ঋষভ পন্থ৷ সেই ক্রিকেটারকে এবরে হয়তো শাস্তির মুখে পড়তে হতে পারে৷ এমনকি নির্বাসিত হলেও অবাক হওয়ার কোনও কারণ নেই৷ আসলে তিনি পরপর দু’টি ম্যাচে অর্ধ শতরান করেছেন৷ কিন্ত্ত দু’টি ম্যাচেই স্লো ওভার রেটের কারণে জরিমানাও হয়েছে পন্থের৷ তারপরে একটি ম্যাচে মন্থর ওভার রেট হলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হবে, এমনই কথা উঠেছে৷ সেই সঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ঋষভ পন্থকে৷

গত বুধবার বিশাখাপত্তনমে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস৷ দিল্লি আগে বল করে ২৭২ রান হজম করে৷ কিন্ত্ত তার জবাবে দিল্লি মাত্র ১৬৬ রান করে ইনিংস শেষ করে৷ এই হারের পর পন্থেব জরিমানা হয়৷ গোটা দলেরও জরিমানা হয়েছে৷ পন্থকে দিতে হবে জরিমানা হিসেবে ২৪ লক্ষ টাকা৷ আর দ্বিতীয়বার মন্থর ওভার রেটের কারণে আবার জরিমানা হয়েছে তাঁর৷ প্রথমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য পন্থকে জরিমানা করা হয়েছিল ১২ লক্ষ টাকা৷ এরপর আবার মন্থর বোলিং করার ফলে দিল্লির অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়৷ তিনটি ম্যাচে হেরে গিয়ে দিল্লি এখন বেশ পিছিয়ে পড়েছে লিগ টেবলে৷ লিগ তালিকায় দিল্লি এখন নয় নম্বরে৷ যদি ঋষভ পন্থকে এবারে নির্বাসিত করা হয়, তাহলে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে দিল্লিকে৷ তাঁর কাছে এবরের আইপিএলে ঋষভ পন্থ যে ভালো ফর্মে রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ তরুণ উইকেটরক্ষক এখন ব্যাটসম্যান হিসেবেও দলের কাছে প্রধান ভরসা৷ যদি ঋষভ পন্থ না খেলতে পারেন, তা অবশ্যই সমস্যা তৈরি হবে দিল্লি শিবিরে৷

এদিকে, দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করেছে কলকাতা নাইট রাইডার্স৷ দিল্লি-কলকাতা ম্যাচ দেখার পরে দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ জানিয়েছেন, প্রথম থেকেই জানা গিয়েছিল ম্যাচটা হারবে দিল্লি ক্যাপিটালস৷

ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে অসন্ত্তষ্ট বীরু৷ দিল্লি অধিনায়কের নেতৃত্ব নিয়েও ক্ষুব্ধ শেহওয়াগ৷ নাইটদের বিরুদ্ধে ২৫ বলে ৫৫ রান করেন পন্থ৷ তবুও জেতাতে পারেননি দলকে৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ৩২ বলে ৫১ রান করেন তিনি৷

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শেহওয়াগ বলেন, ”পন্থের ইনিংসটা খুবই ভালো৷ এভাবে উইকেট ছুডে় দেওয়াটা মোটেও সমর্থনযোগ্য নয়৷ আরও কিছুক্ষণ উইকেটে টিকে থাকা উচিত ছিল৷ ১১০ বা ১২০ রানে অপরাজিত থাকা যেত৷”

বুধবার শুরু থেকেই আক্রমণের রাস্তা নিয়েছিলেন সুনীল নারিন৷ কেকেআর পাহাড়প্রমাণ রান করে৷ বীরু বলেন, ‘প্রথম ওভার থেকেই বোঝা গিয়েছিল ম্যাচটা হারতে হবে৷’ ফলে পন্থকে বীরুর পরামর্শ, আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থেকে ব্যাট করতেই পারত পন্থ৷ প্রত্যাবর্তনের পন্থ আইপিএলে রান পেয়েছেন ঠিকই কিন্ত্ত তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস৷