• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

নজর কাড়লেন রিঙ্কু সিং ও ধ্রুব শোরে

উত্তরাখণ্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে মুম্বইয়ের অঙ্গকৃশ রঘুবংশী চোট পেলেন ক্যাচ ধরতে গিয়ে। কাঁধে চোট পায়োর পরে যন্ত্রণায় তিনি মাঠে শুয়ে পড়েন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের অন্যতম ফিনিশার ক্রিকেটার রিঙ্কু সিং বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের অধিনায়ক। অধিনায়ক হিসেবে রিঙ্কুর ব্যাট যেভাবে দাপট দেখাচ্ছে, তাতে আশা করা যেতে পারে, রিঙ্কুকে নিয়ে বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী নিশ্চয়ই অন্য চিন্তা করবে। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৪৮ বলে ৬৭ রান করেছিলেন রিঙ্কু সিং। আর শুক্রবার চণ্ডীগড়ের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ব্যাটিং সবাইকে মোহিত করল। তাঁর ব্যাট থেকে এসেছে ৬০ বলে ১০৬ রান। শুধু তাই নয়, তিনি অপরাজিতও থাকলেন। তাঁর ব্যাটে ভর করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান করেছে উত্তরপ্রদেশ। ভারতীয় দলে অনেক দিন খেলেননি কেকেআরের এই ব্যাটসম্যান। ফলে বিশ্বকাপের আগে এই প্রস্তুতি দরকার ছিল রিঙ্কুর।

অন্যদিকে, উত্তরাখণ্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে মুম্বইয়ের অঙ্গকৃশ রঘুবংশী চোট পেলেন ক্যাচ ধরতে গিয়ে। কাঁধে চোট পায়োর পরে যন্ত্রণায় তিনি মাঠে শুয়ে পড়েন। তারপরেই অঙ্গকৃশকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, অবস্থা স্থিতিশীল।

Advertisement

আবার ভারতের হয়ে লিস্ট এ ক্রিকেটে নজির গড়লেন ধ্রুব শোরে। হায়দরাবাদের বিরুদ্ধে ৭৭ বলে ১০৯ রান করেছেন বিদর্ভের এই ব্যাটসম্যান। ন’টি চার ও ছ’টি ছক্কা মারেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ৫ উইকেটে ৩৬৫ রান করে বিদর্ভ। লিস্ট এ ক্রিকেটে নিজের অষ্টম শতরান করলেন ধ্রুব। তার মধ্যে শেষে পাঁচ ম্যাচে পাঁচটি শতরান করেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে টানা শতরানের নিরিখে নারায়ণ জগদীশনকে ছুঁয়েছেন তিনি।

Advertisement

Advertisement