রিঙ্কুর খেলা দেখতে মেতে উঠবে ইডেন

Written by SNS March 22, 2024 1:27 pm

নিজস্ব প্রতিনিধি— আগামী শনিবার ইডেন উদ্যান মেতে উঠবে আইপিএল ক্রিকেটে৷ কলকাতা শহর চঞ্চল হয়ে উঠবে খেলা দেখার জন্য৷ ইডেনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লড়াই করবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে৷ এই মুহূর্তে কেকেআর শিবিরে খোলা হাওয়া বইতে শুরু করবে৷ দলের মেন্টর গৌতম গম্ভীর শিবিরের চরিত্রই একেবারে বদলে দিয়েছেন৷ আবার ক্রিকেটারদের শান্ত রাখতে কোচেরা নানাভাবে খেলোয়াড়দের পরামর্শ দিচ্ছেন৷ শুধু তাই নয়, মাঝেমধ্যে শিবিরে শোনা যাচ্ছে সুরের ঝংকার৷ সেই সুরের তালে তালে কখনও নেচে উঠছেন দুরন্ত ব্যাটসম্যান রিঙ্কু সিং৷ আবার দেখা যাচ্ছে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও পায়ের তালে শরীর দোলাচ্ছেন৷ বুধবার কেকেআরের অনুশীলন না থাকলেও বৃহস্পতিবার খেলোয়াড়দের নিয়ে কীভাবে সংহতি বজায় রাখতে হয়, তার একটা ব্যাখ্যা তুলে ধরেছেন কোচেরা৷ দলের মধ্যে একটা সংহতি গড়ে উঠেছে৷ কেকেআরের নতুন জার্সিতে খেলোয়াড়রা চনমনে হয়ে উঠেছেন৷ তাই কেকেআর দলের সাফল্য কীভাবে আসতে পারে, তা নিয়ে সবাই মুখিয়ে রয়েছেন৷ আবেগে গৌতম গম্ভীর খেলোয়াড়দের বোঝাতে চেষ্টা করছেন, ইডেন উদ্যান সবসময় কেকেআর দলকে এগিয়ে রাখে৷ এগিয়ে রাখাটাই হবে আমাদের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট৷ শোনা যাচ্ছে অভিনেতা শাহরুখ খান কলকাতায় আসতে পারেন কেকেআরের খেলা দেখার জন্য৷ দলের নেতা শ্রেয়স আইয়ার দলে যোগ দেওয়াতে সবাই অত্যন্ত খুশি৷

তারপরে মিচেল স্টার্ক রয়েছে এই দলে৷ বিশ্বকাপ জয়ের পরে মিচেল স্টার্ক এখন সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় অস্ট্রেলিয়া দলের৷ তিনি এবারে কেকেআরের সবচেয়ে বড় হাতিয়ার৷ জয়ের সারথি বলতেই রিঙ্কু সিং৷ গতবছর বেশ কয়েকটি ম্যাচে রিঙ্কু সিং দলকে জিতিয়ে দিয়েছেন৷ কলকাতার হার্টথ্রব এখন রিঙ্কু৷ রিঙ্কুকে দেখলেই গ্যালার থেকে আওয়াজ উঠবে বাউন্ডারি, ওভার বাউন্ডারি চাই৷ সেই উৎসাহে ও অনুপ্রাণিত হয়ে রিঙ্কুর ব্যাট আরও চওড়া হয়৷ দলে রয়েছেন রহমতুল্লাহ গুরবাজ৷ তাঁর ব্যাটেও ভালো রান আছে৷ নীতীশ রানা অনেক সময়ই চমক দেন৷ আন্দ্রে রাসেল ইডেন উদ্যানে অনেক খেলায় চমক দিয়েছেন৷ তাঁর ঝোড়ো ব্যাটিং দলকে টেনে নিয়ে যায় সাফল্যের পথে৷ দলে সফল হতে পারেন বেঙ্কটেশ আইয়ার৷
উইকেটরক্ষক হিসেবে কে এস ভরত ভারতীয় দলে সেইভাবে জায়গা না পেলেও কেকেআর দলে হয়তো নিয়মিত খেলবেন৷ এ বাদেও উইকেটরক্ষক হিসেবে গুরবাজকে দেখতে পাওয়া যেতে পারে৷ এছাড়া বরুণ চক্রবর্তীরা কী করেন সেটাও কিন্ত্ত দেখার বিষয়৷