• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সম্মানিত আলির মেয়ে লায়লা

প্রয়াত মহম্মদ আলির মেয়ে লায়লা আলি ২০০৭ সালে অবসর নেন। সেই সময় তিনি দুরন্ত ফর্মে ছিলেন। চব্বিশটির সবকটিতেই জিতেছিলেন তিনি।

লায়লা আলি (ছবি: টুইটার | @TheRealLailaAli)

বক্সিংয়ের হল অব ফেমে জায়গা পেলেন প্রয়াত কিংবদন্তী মহম্মদ আলির মেয়ে লায়লা আলি । পাশাপাশি আন্তর্জাতিক বক্সিংয়ের হল অফ ফ্রেমে এ জায়গা করে নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্যার ফ্লয়েড মেওয়েদার।

প্রয়াত মহম্মদ আলির মেয়ে লায়লা আলি ২০০৭ সালে অবসর নেন। সেই সময় তিনি দুরন্ত ফর্মে ছিলেন। চব্বিশটির সবকটিতেই জিতেছিলেন তিনি। একুশটি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট পাঞ্চ করেছিলেন লায়লা আলি।

Advertisement

আগামি বছর ১৩ জুলাই এদের সম্মানিত করা হবে এমন কথাই আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে জানানাে হয়েছে। ফ্লয়েড এগারােবারের চ্যাম্পিয়ন তিন বছর আগে তিনি তার গ্লাভস তুলে রেখেছিলেন।

Advertisement

Advertisement