• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

অবসরের ভাবনা উড়িয়ে দিলেন রবীন্দ্র জাদেজা

ট্রফি জয়ের পরে রবীন্দ্র জাদেজা এ ব্যাপারে কোনওরকম উত্তর না দিয়ে বলেছেন, গুজব ছড়িয়ে কোনও লাভ হবে না।

অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রবীন্দ্র জাদেজা হয়তো ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু ট্রফি জয়ের পরে রবীন্দ্র জাদেজা এ ব্যাপারে কোনওরকম উত্তর না দিয়ে বলেছেন, গুজব ছড়িয়ে কোনও লাভ হবে না। খেলোয়াড়দের মাঠে খেলতে দিন। তাঁরাই বুঝবেন কবে খেলা থেকে সরে দাঁড়াতে হবে। মনে করা হচ্ছে, এই কথা তিনি সমর্থকদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা ও বিরাট কোহলি সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন, আর তখনই রবীন্দ্র জাদেজা বলে দিয়েছিলেন, তিনিও সরে দাঁড়াচ্ছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে।

যেমন রোহিত শর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমি এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। সেই কারণে গুজব ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার কারণ নেই। আপাতত কোনও পরিকল্পনা নেই একদিনের ক্রিকেটের ব্যাপারে। সেভাবে চলছি, সেভাবেই চলবে।’ বিরাট কোহলিও একইভাবে রোহিত শর্মার মতো কথা বলেছেন। যখন খেলতে পারছি, তখন কেন এইরকম কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা বুঝতে পারা যাচ্ছে না। রবীন্দ্র জাদেজা আবার বলেছেন, কোনও কোনও সময় খেলায় সেইভাবে ব্যাট ঝলসে ওঠে না। তাই বলে অবসর নিতে হবে, এমন কোনও কথা নয়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ফিল্ডার হয়েছেন রবীন্দ্র জাদেজা। এমনকি ফাইনাল খেলায় ৬ বলে তিনি ৯ রান করে অপরাজিত ছিলেন। গোটা টুর্নামেন্ট জুড়েই জাদেজা ম্যাজিক দেখিয়েছেন।

তার আগে জাদেজার অবসর নিয়ে কম চর্চা হয়নি। তাই জাদেজা নিজেই তাঁদেরকে জানান দিয়েছেন, আমি তো মাঠে খেলছি। আমি কখনও হিরো আবার কখনও জিরো হতে পারি। জিরো থেকে কীভাবে হিরো হতে হয়, সেটাও আমার জানা আছে। নতুন ব্যাটসম্যানদের কাছে সব উইকেট অত সহজ হয় না। যেমন হার্দিক পাণ্ডিয়া, কে এল রাহুল দুরন্ত ভূমিকা নিয়ে ভারতীয় দলের জয়কে সহজ করে দিয়েছেন। দীর্ঘদিন বাদে বড় একটা টুর্নামেন্টে জয় এল, সেটাই তো বড় প্রাপ্তি। তাই যতদিন ব্যাটে-বলে দাপট দেখাতে পারব, ততদিন খেলব।