• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

শুভমন-জাদেজাকে রঞ্জি খেলার নির্দেশ বোর্ডের

দলের পরপর এই হারে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিসিসিআই

রবিবার দেশের মাটিতে প্রথমবারের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হেরে গেছে ভারতীয় দল। দলের পরপর এই হারে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিসিসিআই। অধিনায়ক হিসেবে একটিও একদিনের সিরিজ জিততে পারেননি শুভমন গিল। তারই শাস্তি হিসেবে আসন্ন রঞ্জি ট্রফিতে ভারত অধিনায়ক শুভমন গিল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে খেলার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে বোর্ডের এক কর্তা জানান, শেষমুহূর্তে বড় কোনও বদল না হলে আগামী ২২ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফিতে খেলতে নামবেন ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।

রঞ্জির প্রথম ম্যাচেই সৌরাষ্ট্র মুখোমুখি হবে পাঞ্জাবের। এই প্রসঙ্গে বলা যায়, গত মরসুমে শেষবার ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন। কর্নাটকের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। পাশাপাশি, চলতি মরসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচই খেলেছেন জাদেজা। তবে, ভারতের হয়ে মাঠে নামতে দেখা যাবে না এই দুই তারকাকে। আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাডেজা। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপ দলে নেই শুভমন।

Advertisement

অর্থাৎ আইপিএলের আগে আর কোনও ম্যাচ নেই তাঁদের। ফলে রঞ্জির গ্রুপপর্বের ম্যাচ খেলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় এই দুই ক্রিকেটারের। এদিকে, সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের পর থেকে অলরাউন্ডার জাদেজার ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিন ম্যাচের একদিনের সিরিজে ব্যাট হাতে জাদেজার অবদান মাত্র ৪৩ রান। পাশাপাশি, তিন ম্যাচে মোট ২৩ ওভার বল করে ১৪১ রান দিলেও একটিও উইকেট পাননি তিনি। আগামীবছর একদিনের বিশ্বকাপ রয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে জাদেজাকে নিয়ে বোর্ডের চিন্তা কিন্তু ক্রমেই বাড়ছে।

Advertisement

Advertisement