• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জাদেজা এবারে রঞ্জিতে

আগামী শনিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় রাউন্ডে খেলতে নামছে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি।

ফের একবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আগামী শনিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় রাউন্ডে খেলতে নামছে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। বিষয়টি নিয়ে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি জয়দেব শাহ বলেছেন, জাদেজা নিজেই তাঁদের জানিয়েছেন রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামতে চান তিনি।

গত বছরও রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে বল হাতে ১২ উইকেট নিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। এই প্রসঙ্গে বলা যায়, বোর্ডের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল, জাতীয় দলের খেলা না থাকলে বা কোনও সিরিজের দলে সুযোগ না পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ফিটনেস বজায় রাখার জন্য ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। চলতি, অস্ট্রেলিয়া সিরিজে একদিনের দলে সুযোগ পাননি জাদেজা। এদিকে, আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে মূলত কিছুটা ম্যাচ প্রস্তুতি নিতেই রঞ্জিতে খেলতে চাইছেন জাডেজা।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ না পেয়ে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ হয়েছিলেন জাদেজা। তবে, একইসঙ্গে তিনি জানিয়েছিলেন বিষয়টা তাঁর হাতে নেই। তাই, এই নিয়ে অহেতুক ভেবে সময় নষ্ট করতে চান না তিনি। তবে, দলে ফের একবার সুযোগ পেলে নিজের সেরাটা যে তিনি উজাড় করে দেবেন, সেকথা জানাতেও ভোলেননি তারকা এই অলরাউন্ডার। আর সেই লক্ষ্যেই এবার ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত রাখতে চাইছেন জাদেজা বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement