দলের বােলিংয়ে সবথেকে বড় স্তম্ভ হচ্ছেন লেগস্পিনার রশিদ খান। আইসিসি বােলিং ব্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। কিন্তু, এমন একটা দিনও তাঁকে দেখতে হবে সেটা বােধহয় তিনি কখনােই আশা করতে পারেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের ম্যাচে খেলতে নেমে তাকে যে এমন দিনও দেখতে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। রাউন্ড রবিন লিগের খেলায় মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আফগান দলের সেরা বােলার রশিদ খান ৯ ওভার হাত ঘুরিয়ে ১১০ রান খরচ করলেন। যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল তাঁর খারাপ বােলিং পারফরমেন্সের জন্য।
Advertisement
রশিদ খানের বােলিং স্পেলে এগারােটি ছয় মেরেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশ্বকাপের ইতিহাসে রশিদ খানের বােলিং সবথেকে খারাপ বােলিং করার তালিকায় নাম লিখিয়ে ফেলল। এর আগে ১৯৮৩-র বিশ্বকাপে ষাট ওভার করে খেলা হত, সেখানে নিউজিল্যান্ডের মার্টিন শেনডেন বারাে ওভারে বিনা উইকেটে ১০৫ রান খরচ করেছিলেন। যা এতােদিন বিশ্বকাপের আসরে নজির হয়েছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিলেন রশিদ খান।
Advertisement
Advertisement



