• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সমর্থকদের ধন্যবাদ জানালেন রশিদ

রশিদ বলেন আমরা নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে না পারায় ফাইনালে পৌছাতে পারিনি। এবং সমর্থকদের মনের আশা পূরণ করতে পারিনি তাই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

রাশীদ খান (Photo: IANS)

সানরাইজার্স হায়দরাবাদের তারকা  স্পিনার রশিদ খান সমর্থকদের ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

রশিদ বলেন আমরা নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে না পারায় ফাইনালে পৌছাতে পারিনি। এবং সমর্থকদের মনের আশা পূরণ করতে পারিনি তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে।

Advertisement

তবে আমরা দারুণভাবে আগামিবছর কামব্যাক করব সেটা এখন থেকে বলে দিতে চাই। আর আমাদের পাশে থেকে সমর্থন করে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এভাবেই আমাদের পাশে থাকুন সকলে সেটাই আমি চাই। চেষ্টা করেছিলাম ফল পাইনি। তাই খালি হাতে ফিরলাম কিন্তু আগামি বছর সুযােগটা কাজে লাগাবই।

Advertisement

Advertisement