আসন্ন মরসুমের জন্য নিঃশব্দে দল গুছিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে , দলের ভারসাম্য আনতে বিভিন্ন বড় নামের পাশস্পাশি আইলিগে বিভিন্ন দলের হয়ে নজরকাড়া একাধিক তরুণ ফুটবলারকেও দলে নিচ্ছে তারা। ইতিমধ্যেই সই হয়ে গিয়েছে রামসাঙ্গা, এডমুন্ডের মতন ফুটবলারদের। আর এবার তারা সই করাল রাজস্থান ইউনাইটেডের হয়ে এবারের আইলিগে নজরকাড়া ডিফেন্ডার মার্তণ্ড রায়নাকে। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার রাজস্থানের হয়ে আইলিগে ২১ ম্যাচ খেলেছেন, সেখানে তার চারটি গোলও রয়েছে। লম্বা চেহারার এই ডিফেন্ডার মূলত তার ভয়ডরহীন মনোভাবের জন্যই বিশেষ পরিচিত। ডিফেন্স সামলানোর পাশাপাশি আক্রমণেও যথেষ্ট কার্যকরী তিনি।
জানা যাচ্ছে, আইএসএলের অন্য দুই দল মুম্বই সিটি এফসি এবং পাঞ্জাব এফসির অফার থাকলেও শেষ পর্যন্ত ২৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি’র বিনিময়ে কলকাতার এই ক্লাবের সাথেই ৩ বছরের জন্য নিজের চুক্তি সম্পূর্ণ করলেন তিনি । অন্যদিকে, কলকাতা লিগের জন্যও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে, ব্যক্তিগত কারণে বিনো জর্জ না থাকায় আপাতত সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানেই প্রস্তুতি সারছে তারা। এক্ষেত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে দলের সাথে যোগ দেবেন কোচ বিনো জর্জ।